শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মিলিত জাতীয় জোটের ২২৭ জন এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন এরশাদ

রফিক আহমেদ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান। তাকে সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে ৩শ আসনের প্রার্থীর তালিকা ঠিক করার জন্য জোটের পক্ষ থেকে এককভাবে দায়িত্ব দেয়া হয়েছে। যার ফলে ইতোমধ্যে তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত জাতীয় জোটের ২২৭ জন সংসদ সদস্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন বলে জাতীয় পার্টির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

জাতীয় পার্টির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে ঢাকা-১ অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা-২ শাকিল আহমেদ শাকিল ও মো. শাহজাহান, ঢাকা-৩ ফারুক আহমেদ, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ মীর আবদুস সবুর আসুদ, ঢাকা- কাজী ফিরোজ রশিদ, ঢাকা-৭ হাজি সাইফুদ্দিন আহম্মেদ মিলন, ঢাকা-৮ সাহিদুর রহমান টেপা ও জহিরুল আলম রুবেল, ঢাকা-৯ দেলোয়ার হোসেন খান, ঢাকা-১০ মো. হেলাল উদ্দীন, ঢাকা-১১ এস এম ফয়সল চিশতী, ঢাকা-১২ দেওয়ান আলী, ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-১৪ মোস্তাকুর রহমান মোস্তাক, ঢাকা-১৫ মো. শামসুল হক, ঢাকা-১৬ সুলতান আহমেদ সেলিম ও আমান হোসেন আমানত, ঢাকা-১৮ মাসুদ পারভেজ সোহেল রানা, মো. জাকির হোসেন মৃধা, ঢাকা-১৯ মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল কালাম আজাদ, ঢাকা-২০ খান মুহম্মদ ইসরাফিল খোকনের নাম প্রার্থী হিসেবে তালিকায় রয়েছে।

এদিকে, বৃহত্তর ঢাকার জেলার মধ্যে গাজীপুর-১ আসনে খন্দকার আবদুস ছালাম ও শরিফুল ইসলাম শরিফ, গাজীপুর-২ এন এন নেওয়াজ উদ্দিন ও অ্যাডভোকেট মাহবুব আলম মামুন, গাজীপুর-৩ জয়নাল আবেদীন ও আজহারুল ইসলাম সরকার, গাজীপুর-৪ আজম খান ও মো. আরিফুর রহমান খান এবং গাজীপুর-৫ শিশির আজম ও মোশাররফ হোসেন।
টাঙ্গাইল-১ মো. মঞ্জু, টাঙ্গাইল-২ মো. শামসুল হক তালুকদার, টাঙ্গাইল-৩ অ্যাডভোকেট ড. সুয়েত আলী, টাঙ্গাইল-৪ মোস্তাক আহম্মেদ, টাঙ্গাইল-৫ আবুল কাশেম ও মোজাম্মেল হক, টাঙ্গাইল-৬ এমদাদ হোসেন, টাঙ্গাইল-৭ মো. জহিরুল ইসলাম জহির ও নুরুল ইসলাম নুরু এবং টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী।

জামালপুর-১ আব্দুস সাত্তার, জামালপুর-২ মাহবুব আলম ও মোস্তফা আল মাহমুদ, জামালপুর- ৩ এম এ সাত্তার, জামালপুর- ৪ মো. মামুনুর রশিদ এমপি, খলিলুর রহমান ও মোখলেসুর রহমান বস্তু। মানিকগঞ্জ-১ সুলতান মাহমুদ ও আলী কদর, মানিকগঞ্জ-২ সৈয়দ আব্দুল মান্নান ও মিজানুর রহমান মিরু এবং মানিকগঞ্জ-৩ ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। রাজবাড়ী-১ এড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং রাজবাড়ী-২ এবিএম নুরুল ইসলাম ও মনোয়ার-ই-খোদা চৌধুরী (মন্টি)।

ফরিদপুর-১ আক্তারুজ্জামান খান ও মো. কামরুজ্জামান, ফরিদপুর ২ মিয়া আলমগীর ও গাজী ফরিদুর রহমান শিপন, ফরিদপুর-৩ এস এম ইয়াহিয়া ও হাসিনা এমরান চৌধুরী এবং ফরিদপুর-৪ হাজি আনোয়ার হোসেন ও আবুল হোসেন মাজদার। গোপালগঞ্জ-১ আবদুল মান্নান শেখ মুন্নু, গোপালগঞ্জ-২ শেখ আলমগীর হোসেন ও কাজী শাহীন এবং গোপালগঞ্জ-৩ রঞ্জণ।

মাদারীপুর-১ জহিরুল ইসলাম মিন্টু, মাদারীপুর-২ জাকারীয়া অপু ও এড. সিরাজুল ইসলাম স্বপন এবং মাদারীপুর-৩ এম এ খালেক।
শরীয়তপুর-১ অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, শরীয়তপুর-২ শারমীন পারভীন লিজা ও সুলতান সরদার এবং শরীয়তপুর-৩ ম ম ওয়াসীম ও এম এ হান্নান।
নারায়ণগঞ্জ-১ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-২ আলমগীর সিকদার লোটন, নারায়ণগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ সালাউদ্দিন খোকা মোল্ল এবং নারায়ণগঞ্জ-৫ বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান ও জয়নাল আবেদীন।

নরসিংদী-১ শফিকুল ইসলাম শফিক, নরসিংদী-২ আজম খান ও আবু সাঈদ স্বপন, নরসিংদী-৩ অ্যাড. রেজাউল করিম বাসেদ ও আলমগীর কবির, নরসিংদী-৪ মো. নেওয়াজ আলী ভূইয়া এবং নরসিংদী-৫ ইঞ্জিনিয়ার ছাত্তার ও মনির হোসেন। মুন্সীগঞ্জ-১ অ্যাড. সিরাজুল ইসলাম ও গোলাম মো. রাজু, মুন্সীগঞ্জ-২ নোমান মিয়া ও কুতুব উদ্দিন আহম্মেদ এবং মুন্সীগঞ্জ-৩ গোলাম মোহাম্মদ রাজু ও আলহাজ আব্দুল বাতেন। কিশোরগঞ্জ-১ ডা. এস এম মোস্তাক খান পাঠান, আবদুল গণি, অ্যাড. আশরাফ উদ্দিন রেনু ও মোস্তাইন বিল্লাহ, কিশোরগঞ্জ-২ সৈয়দ সাদরুল্লাহ মাজু, আবু সাঈদ মো. খুররম ও অ্যাড জাহাঙ্গীর আলম সৈকত, কিশোরগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ শেখ মো. আবু ওয়াহাব ও কাজী আফতাব এবং কিশোরগঞ্জ-৫ মো. হোসেন উদ্দিন হিরা, কিশোরগঞ্জ-৬ আলহাজ আবু বক্কর সিদ্দিক ও এন কে সোহেল।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম-২ আসনে জোটের প্রার্থী হিসেবে লড়বেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, চট্টগ্রাম-৩ এম এ সালাম, চট্টগ্রাম- এমএ সালাম, চট্টগ্রাম-৪ দিদারুল কবির দিদার, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ কাজী মুজিবুর রহমান, চট্টগ্রাম-৯ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-১২ জাতীয় পার্টির নুরুচ্ছাফা সরকার ও ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, চট্টগ্রাম-১৩ জাপার আব্দুর রব চৌধুরী টিপু, হারুনুর রশিদ ও ইসলামী ফ্রন্টের এম এ মতিন চট্টগ্রাম-১৪ আব্দুল গফুর চৌধুরী ও ইসলামী ফ্রন্টের আব্দুস সামাদ, চট্টগ্রাম-১৫ ইউসুফ চৌধুরী, মো. সালেম ও মো. ইউসুফ, চট্টগ্রাম-১৬ মাহমুদুল ইসলাম চৌধুরী।

কক্সবাজার-১ আসনে মোহাম্মদ ইলিয়াছ ও আসমাউল হোসনা, কক্সবাজার-২ মো. মুহিবউল্লাহ, কক্সবাজার-৩ মেহেরুজ্জামান, অ্যাডভোকেট তারেক ও মফিজুর রহমান মফিজ, কক্সবাজার-৪ এম এ মঙ্গুর মাস্টার, অধ্যাপক ভুট্টো ও তাহা ইয়াহিয়া। পার্বত্য খাগড়াসরি আসনে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ, পার্বত্য রাঙ্গামাটি এরফান আলী, শীশা চাকমা ও প্রদেশ চাকমা, পার্বত্য বান্দরবন কৈ শৈ অং চাকমা ও শওকত জামিল মিশু।

চাঁদপুর-১ মো. এমদাদুল হক রুমন, চাঁদপুর -২ ইমরান হোসেন মিয়া, চাঁদপুর-৩ অ্যাডভোকেট মহসিন খান, চাঁদপুর-৪ মনিরুল ইসলাম মিলন, চাঁদপুর-৫ কামরুজ্জামান কাজল ও খোরশেদ আলম খুশু, লক্ষীপুর- ১ বেলাল হোসেন, লক্ষীপুর -২ মোহাম্মদ নোমান লক্ষীপুর-৩ এম আর মাসুদ, লক্ষীপুর-৪ মো.সিহাবউদ্দীন। নোয়াখালী-২ মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক, সালাউদ্দিন আহমেদ, রহিম বিশ্বাস, নোয়াখালী-২ হাসান মঞ্জুর, নোয়াখালী-৩ ফজলে এলাহী সোহাগ, নোয়াখালী-৪ মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-৬ অ্যাডভোকেট বায়েজিদ।

কুমিল্লা-১ মাখন সরকার, সৈয়দ ইফতেখার আহসান ও সুলতান জিসান উদ্দীন জিপু, কুমিল্লা-২ মোহাম্মদ আমির হোসেন, কুমিল্লা -৩ নাজমা আক্তার, কুমিল্লা-৪ ইকবাল হোসেন রাজু, কুমিল্লা-৫ তাজুল ইসলাম, কুমিল্লা-৭ লুৎফর রেজা খোকন, কুমিল্লা- ৮ নুরুল ইসলাম মিলন, কুমিল্লা-৯ এটিএম আলমগীর ও ড. গোলাম মোস্তফা, কুমিল্লা-১১ এইচ এন শফিকুর রহমান।
ফেনী -১ নাজমা আক্তার, ফেনী-২ ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ফেনী-৩ রিন্টু আনোয়ার।

ব্রাহ্মণবাড়িয়া -১ রেদোয়ান আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া -২ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মনবাড়িয়া-৩ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া -৪ তারেক আদেল, ব্রাহ্মণবাড়িয়া -৫ কাজী মামুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া -৬ অ্যাডভোকেট আমজাদ হোসেন।

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল -১ আসনে এস এম রহমান পারভেজ, বরিশাল-২ নাসির উদ্দিন নাসিম ও মিজানুর রহমান, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু ও ফখরুল আহসান শাহাজাদা, বরিশাল-৪ নাসির উদ্দিন সাথী ও ইসহাক ভূঁইয়া, বরিশাল-৫ অধ্যাপক মহসিন-উল- ইসলাম হাবুল ও এম মুর্তজা আবেদীন, বরিশাল-৬ আসনের নাসরিন জাহান রত্না। পটুয়াখালী -১ আসনে জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ এম এ রাজ্জাক খান ও ইউনুস হাওলাদার, পটুয়াখালী-৩ হাওলাদার মিল্টন আহমেদ মিলন, পটুয়াখালী-৪ রুহুল আমিন হাওলাদার ও শফিকুল ইসলাম মকুল। বরগুনা-১ বিএনএ জোটের অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন ও শাহজাহান মনসুর, বরগুনা-২ খলিলুর রহমান ও নুরুল ইসলাম খান। ভোলা-১ আজিম গোলজার, ভোলা-২ কেফায়েত উল্লাহ নজিব ও মিজানুর রহমানর, ভোলা-৩ নুরুন্নবী সুমন ও শাহ আলম হাওলাদার, ভোলা-৪ এম এ মান্নান। ঝালকাঠি-১ এমএ কুদ্দুস ও আনোয়ার হোসেন আনুু, ঝালকাঠি- ডা. সেলিনা খান।

ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ -১ আসনে অ্যাডভোকেট সোহরাব হোসেন, ময়মনসিংহ -২ মো. মন্ডল, ময়মনসিংহ-৩ এম এ জামাল, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন মুক্তি, ময়মনসিংহ-৬ ডা: কে আর ইসলাম, ময়মনসিংহ-৭ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ ফখরুল ঈমান, ময়মনসিংহ -৯ মো. তালহা, ময়মনসিংহ-১০ মজিবুর রহমান, ময়মনসিংহ-১১ হাফিজ মাষ্টার ও খাইয়ুম। নেত্রকোনা-১ অহিদুজ্জামান আজাদ ও জোটন দত্ত, নেত্রকোনা-২ আসমা সুলতানা, নেত্রকোনা-৩ অ্যাডভোকেট লিয়াকত আলী খান ও মান্নান খান, নেত্রকোনা-৪ নির্মল দাস ও অ্যাডভোকেট আব্দুর রহিম, নেত্রকোনা-৫ জসিমউদ্দিন ভূইয়া।

রাজশাহী বিভাগের মধ্যে পঞ্চগড়-১ আবু সালেক, পঞ্চগড়-২ লুৎফর রহমান রিপন। রাজশাহী-১ শফিক বিশ্বাস, রাজশাহী-২ সাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী-৪ আবু তালেব, রাজশাহী-৫ মাসুদুজ্জামান মাসুদ, রাজশাহী-৬ অ্যাডভোকেট ইকবাল হোসেন। সিরাজগঞ্জ-১ মমিনউদৌলা সেমাজীর ও গাজী মির্জা ফারুক, সিরাজগঞ্জ-২ আমিনুল ইসলাম ঝন্টু, সিরাজগঞ্জ-৩ অধ্যাপক জাকির হোসেন, সিরাজগঞ্জ-৪ আব্দুল্লাহ আল হাসিম রাজু ও আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ- ৫ মোক্তার হোসেন ও শাহীন চৌধুরী, সিরাজগঞ্জ-৬ অ্যাডভোকেট শওকত হোসেন ও আফজাল হোসেন। বগুড়া-১ জি এম বাবু মন্ডল, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ হাজী বাচ্চু, বগুড়া-৫ শাহজাহান তালুকদার, বগুড়া- ৬ মো: নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭ মুহম্মদ আলতাফ আলী। জয়পুরহাট-১ আসম ম্ক্তুাদির তিতাস, জয়পুরহাট-২ আবুল কাশেম রিপন, চাপাইনবাবগঞ্জ-১ আলাউদ্দিন টিপু, চাপাইনবাবগঞ্জ-২ আব্দুর রাজ্জাক ও আরিফ আলী বাবু, চাপাইনবাবগঞ্জ-৩ অ্যাডভোকেট নজরুল ইসলাম সোনা, নাটোর-১ আবু তালহা ও সোহেল রানা, নাটোর-২ মুজিবুর রহমান সেন্টু, নাটোর-৩ ইঞ্জিনিয়ার আনিসুল হক, নাটোর-৪ আবুল কাশেম সরকার। পাবনা-১ সরদার শাহজাহান ও ওমর আলী খান মান্নাফ, পাবনা-২ মকবুল হোসেন সেন্টু, পাবনা-৩ হায়দার আলী, পাবনা-৪ অ্যাডভোকেট আব্দুস সাত্তার, পাবনা-৫ আব্দুল কাদের খান কদর, নাসির উদ্দিন ও মমতাজ উদ্দিন। নওগা-১ আকবর আলী তালু, নওগা-২ হুমায়ন কবির চৌধুরী, নওগা-৩ অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, নওগা-৪ আলতাফ হোসেন ও অ্যাড. এনামুল হক, নওগা-৫ ইফকেখারুল ইসলাম বকুল, নওগা-৬ মোফাজ্জল হোসেন, কদর খান।

খুলনা বিভাগের মধ্যে খুলনা-১ সুনীল শুভ রায়, খুলনা-২ বিএনএ জোটের শেখ মোস্তাফিজুর রহমান,ও তৈমুর হোসেন শাহীন খুলনা-৩ শফিকুল ইসলাম মধু ও জাহিদ হোসেন জাহাঙ্গীর, খুলনা-৪ মোক্তার হোসেন ও হাদিউজ্জামান, খুলনা-৫ লতিফ জমাদার ও সায়েদুর মোড়ল, খুলনা-৬ শফিকুল ইসলাম মধু। বাগেরহাট-১ মাওলানা এস এম আল জুবায়ের, বাগেরহাট-২ হুমায়ন কবির শাওন, বাগেরহাট-৩ সেকেন্দার আলী মনি ও এম এ সবুর, বাগেরহাট-৪ সোমনাথ দে। কুষ্টিয়া-১ আসনে শাহরিয়া জামিল জুয়েল, কুষ্টিয়া-২ ডা. সুজা উদ্দিন, কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু, কুষ্টিয়া-৪ সুমন আশরাফ। নড়াইল-১ মিল্টন মোল্লা, নড়াইল-২ অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, মেহেরপুর-১ আব্দুল হামিদ, সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ আজাহার উদ্দিন, আশরাফুজ্জামান আসু ও মাতলুব হোসেন লিয়ন, সাতকক্ষীরা- ৪ আব্দুস সাত্তার মোড়ল, মাহবুবুর রহমান।

সিলেট বিভাগের মধ্যে সিলেট -১ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ ও বদরুল হোসেন বাবুল, সিলেট-২ ইয়াহইয়া চৌধুরী, সিলেট -৩ অ্যাডভোকেট কাইয়ুম ওসমান আলী ও আতাউর রহমান আতা, সিলেট-৪ তাজ রহমান, সিলেট-৫ সেলিম উদ্দিন ও সাব্বির আহমেদ, সিলেট -৬ তাজ রহমান ও সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১ মনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-২ শংকর পাল, হবিগঞ্জ-৩ আতিকুর রহমান আতিক, সুনামগঞ্জ-১ সাধন বাবু, সুনামগঞ্জ-২ জামিল চৌধুরী ও জাহিদ আলী, সুনামগঞ্জ-৩ অ্যাডভোকেট শাহিন ও নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মেজবাহ, সুনামগঞ্জ-৫ জাহাঙ্গির আলম আব্দুল মজিদ ও কনা মিয়া। মৌলভীবাজার-১ আহমেদ রিয়াজ, মৌলভীবাজার-২ অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, মৌলভীবাজার-৩ মো. শাহাবুদ্দিন, মৌলভীবাজার-৪ কামাল আহমেদ।

রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড়-১ আবু সালেক, ঠাকুরগাঁও-১, রেজাউর রাজি স্বপন চৌধুরী, ঠাকুরগাঁও-২ নুরুন নাহার বেগম ও হাজী বদিউজ্জামান, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দীন, দিনাজপুর-১ মো. শাহিনুর ইসলাম, দিনাজপুর-১ শাহেনুর ইসলাম ও রশিদুল ইসলাম, দিনাজপুর-আহমেদ শফি রুবেল, দিনাজপুর-৩ ড.জীবন চৌধুরী, দিনাজপুর-৪ মোনাজাত চৌধুরী মিলন, ও সেকান্দার আলী, দিনাজপুর-৫ এ্যাড. নূরুল ইসলাম ,দিনাজপুর-৬ আলহাজ্ব মো. দেলওয়ার হোসেন।

নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী-২ সাজ্জাদ পারভেজ, নীলফামারী-৩ কাজী ফারুক কাদের, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪, মো. শওকত চৌধুরী ও আদেলুর রহমান আদেল। লালমনিরহাট-১ মেজর (অব.) খালেদ আখতার, লালমনিরহাট-২ রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১ মোঃ মসিউর রহমান রাঙ্গা, রংপুর-২ আনিসুল ইসলাম মন্ডল ও অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, রংপুর-৪, সিরাজুল ইসলাম ভরসা ও মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর -৫ ফখরুজ্জামান জাহাঙ্গির, রংপুর-৬ নূরে আলম যাদু। কুড়িগ্রাম-১ এ.কে.এম. মোস্তাফিজ্জুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-২ তাজুল ইসলাম চৌধুরী ও মেজর অব. আব্দস সালাম, কুড়িগ্রাম-৩ আক্কাস আলী ও আবু তাহের খায়রুল হক, কুড়িগ্রাম-৪ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ আলী। গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, গাইবান্ধা-৪ কাজী মশিউর রহমান ও আতাউর রহমান বেলাল, গাইবান্ধা-৫ আতাউর রহমান আতা ও এএইচএম গোলাম শহীদ রঞ্জু জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে করেছে হুসেইন মুহম্মদ এরশাদ চুড়ান্ত করেছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়