শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে সুমন ইসলাম নামে এক কলেজছাত্র মারা গেছে। মঙ্গলবার (২৬ জুন) রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৬ জুন বাড়ির উঠানের গাছে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে সে আহত হয়।
নিহত সুমন ইসলাম হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের দক্ষিণ সির্ন্দুনা এলাকার একরামুল হকের ছেলে। সুমন ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজের দ্বাদশ বর্ষের ছাত্র।

পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘সুমন ইসলাম আমার কলেজে মানবিক শাখায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। দুরন্ত ও মেধাবী ছিল সুমন। কিন্তু এভাবে অকালে ঝরে যাবে কেউই বিষয়টি মেনে নিতে পারছি না। সুমনের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী আমরা সবাই শোকাহত।’

নিহত সুমনের পরিবার ও সির্ন্দুনা ইউপি চেয়ারম্যান নুরল আমিন বলেন, ‘গত ১৬ জুন সুমন ইসলাম আর্জেন্টিনার পতাকা ওড়ানোর জন্য বাড়ির একটি গাছে ওঠে। গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ার সময় বৈদ্যুতিক লাইনেও ধাক্কা লাগে। এতে গুরুতর অসুস্থ হয়ে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়।’ সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়