শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রপারলি ড্রাইভিং করতে না জানা মানুষকে লাইসেন্স দিলে সড়কে দুর্ঘটনা ঘটতেই থাকবে’

আশিক রহমান : প্রপারলি গাড়ী চালাতে জানে না এমন মানুষকে লাইসেন্স দিলে সড়ক দুর্ঘটনা ঘটতে থাকবে বলে মনে করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমাদেরসময় ডটকম-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, একজন মানুষকে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিলেন, কিন্তু সে কি প্রপারলি গাড়ী চালাতে পারে কি, পারে না, ভালোভাবে ড্রাইভিং শিখল কি, শিখল না তাকে লাইসেন্স দিয়ে দিলেন টাকার বিনিময়ে কিংবা পরিচতজন বলে। যেকোনোভাবে, যেকোনো কারণেই হোক যখন আপনি একজন প্রপারলি ড্রাইভিং করতে না জানা মানুষকে লাইসেন্স দিয়ে দেবেন তখন তো সড়ক দুর্ঘটনা ঘটবেই। এজন্য কর্তৃপক্ষকে দায়দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সাধারণ মানুষ যেমন মারা যাচ্ছে, চালক- হেলপাররাও তো বাদ যায় না। তাহলে কেন এ মরণযাত্রা। কেন অকালে জীবনাশের ঘটনা ঘটছে প্রতিনিয়ত এ বিষয়ে আমরা অনেক বলেছি। দীর্ঘ ২৪ বছর ধরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আন্দোলন করছি আমি। এত দীর্ঘ আন্দোলনের পরও কতখানি দুর্ঘটনা প্রতিরোধ করা গেছে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। একদিনে যখন পঞ্চাশের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় তখন আমাদের জন্য তা বড় বেদনার বার্তাই দেয়। আমরা চাই সড়কের এই মৃত্যু মিছিল বন্ধ হোক, সেটা যত দ্রুত সম্ভব।

এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক যেভাবে একটা রোগের প্রেসক্রিপশন করেন, ঠিক তেমন ভাবেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের প্রেসক্রিপশন দেওয়া উচিত। কিন্তু সরকার কিংবা পরিস্থিতি সেগুলো বাস্তবায়ন করতে দিচ্ছে না। বাস মালিক, চালকরা যে পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সেজন্য কিছু করতে পারছে না সরকার। সরকার কি তাদের সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারছে? আর আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলোও বাস্তবায়ন করতে দেখা যায় কী?

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী যেই হোক না কেন, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আইনের আওতায় আনতে হবে। যখন প্রত্যেককে আপনি আইনের মধ্যে আনবেন তখন ক্ষতিপূরণের বিষয়গুলো জোরাল হবে। কত মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে তার সঠিক পরিসংখ্যান আপনাকে রাখতে হবে। সবকিছু করতে হলে অনেক চ্যালেঞ্জ আসবে, মোকাবেলাও করতে হবে সেসব চ্যালেঞ্জ। সবকথার শেষ কথা, সড়কের এই মৃত্যু মিছিল থামাতেই হবে। কোনোভাবেই অকালে সম্ভাবনাময় কোনো ঝরতে দেওয়া যাবে না। তাই সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়