শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে প্রশান্তির বৃষ্টি

ফাহিম ফয়সাল : রাজধানীতে গত কয়েক দিনের প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে ওঠা জনজীবনে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ধুলাবালি থেকেও কিছুটা মুক্তি মিলেছে।

শনিবার সকালে হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। ঘণ্টা খানেক মুষলধারে বৃষ্টিপাতের ফলে জনমনে প্রশান্তি নেমে আসে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, গত কয়েকদিনের প্রচন্ড গরমের পর শনিবার সকালে রাজধানীতে বৃষ্টির দেখা মেলে। এতে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিনের টানা গরম ও তীব্র তাপদাহে বিভিন্ন বয়সী মানুষ অসুস্থ পড়েন। পরিত্রাণ পেতে মানুষ বিভিন্ন ধরনের তরল জাতীয় খাদ্য গ্রহণ করেন। পাশাপাশি প্রচন্ড গরমের কারণে লোকজন বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছিলেন। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছিলো। বিশেষ করে বৃদ্ধরা হিটস্ট্রোকের ঝুঁকিতে ছিলেন।

মিরপুর ১১ নম্বরের রিপন বলেন, গত কয়েক দিনের টানা গরম আর রাস্তার ধুলাবালিতে অতিষ্ট হয়ে পড়েছিলাম। সকালের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধা ৬ টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি এবং বিজলী চমকানোসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়