শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে প্রশ্নবিদ্ধ হবে কেন: সেতুমন্ত্রী

আনিসুর রহমান তপন: ‘সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে প্রশ্নবিদ্ধ হবে কেন। নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে।’ খালেদা জিয়া জেলে এবং তারেক রহমান বিদেশে এই অবস্থায় বিএনপি নির্বাচনে না এলে একতরফা নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তি মতবিনিময় করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসলো কিনা সেটা বিষয় নয়। এবার আগের চাইতে অনেক বেশি দল নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, নির্বাচনে যে বিএনপি অংশ নেবে না সেটা কিভাবে বুঝি। কারণ তারা খুলনা সিটিতে অংশ নিয়েছে।গাজীপুরে অংশ নিচ্ছে। বরিশাল ও সিলেটে মনোনয়ন ফর্ম বিত্রি করছে, বিতরন করছে। স্থানীয় সরকার নির্বাচনে তাদের আগ্রহ আছে, জাতীয় নির্বাচন নিয়েই কি আংশকা। সিটি নির্বাচন নিয়ে ভয় নেই জাতীয় নির্বাচন নিযে ভয় কেন। জাতীয় নির্বাচন তো নির্বাচনকালীন সরকারের অধীনেই হচ্ছে।

তিনি আরো বলেন, দেশে কোন আন্দোলন হবে না। বিএনপির প্রস্তুতিমুলক সুসংগঠিত বা জনগন সম্পৃক্ত এমন কোন ইস্যু নেই বিএনপি আন্দোলন করবে।

বিএনপি আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনে যাবে, নির্বাচনেও অংশ নেবে, এটা তাদের নেতারাই বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়