সুজন কৈরী: রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা এলাকায় ট্রেনে কাটা পড়ে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাংক কর্মকর্তা সুমন জাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষী ছিলেন।
রেলওয়ে (কমলাপুর) থানার ওসি জানান, রেল লাইন দিয়ে রাস্তা পারাপারের সময় সুমন ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।