শিরোনাম
◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার একরোখা নীতি বিশ্ব শান্তির প্রতি ‘মারাত্মক হুমকি’: ইরান

ওমর শাহ: আমেরিকার একরোখা নীতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পদে পদে একরোখা ও স্বেচ্ছাচারী আচরণ করে যাচ্ছে মার্কিন প্রশাসন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা আমেরিকার একরোখা নীতির জ্বলন্ত উদাহরণ প্রত্যক্ষ করেছেন।

তিনি বলেন, আমেরিকার এই একগুঁয়ে নীতি ‘অযৌক্তিক, অগঠনমুলক এবং বাস্তবতার পরিপন্থি।’
গত ৮ ও ৯ জুন কানাডার কুইবেকে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন থেকে জি-সেভেন নেতারা বিভিন্ন বিষয়ে একটি ইশতেহার প্রকাশ করেন। এতে তারা দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। ইশতেহারে আরো দাবি করা হয়, ইরান মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতা চালাচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।’

এসব দাবি প্রত্যাখ্যান করে বাহরাম কাসেমি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান এ পর্যন্ত প্রমাণ করেছে যে, দেশটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব অন্য দেশগুলোর চেয়ে বিশেষ করে জি-জেভেনভুক্ত দেশগুলোর চেয়ে ভালো বোঝে।”
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের একাধিক দেশের বৈধ সরকারের অনুরোধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপ্রসূত অভিযোগ এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। সূত্র: প্রেসটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়