শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিসে সরকারের বিরুদ্ধে রাস্তায় হাজারো লোকের বিক্ষোভ

 

মাহাদী আহমেদ : সরকারের জারীকৃত কঠোর নিয়ম-নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গ্রিসের রাজধানী এথেন্সের রাস্তায় বুধবার বিক্ষোভ পালন করেছে দেশটির হাজারো জনগণ।

আয়োজিত বিক্ষোভে বিক্ষোভকারীরা দেশটির পতাকাসহ বিভিন্ন দাবী ও প্রতিবাদ লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ইত্যাদি হাতে উপস্থিত হয় এবং সরকারের জারীকৃত বিভিন্ন কঠোর নিয়ম-কানুনের বিরুদ্ধে স্লোগান দেয়। এ বিক্ষোভটিতে মূলত দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, অভিবাসী শ্রমিক, ছাত্র, পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারী ও কর্মহীন জনগণ অংশগ্রহণ করে।

গ্রিসের শ্রমিক ইউনিয়ন কর্তৃক দেশজুড়ে আয়োজিত ২৪ ঘন্টার এ বিক্ষোভ কর্মসূচির কারণে সাধারন পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় পুরো দেশ স্থবির হয়ে পড়ে। এছাড়াও এ বিক্ষোভ কর্মসূচির ফলে বেশ কিছু বিমানের ফ্লাইট ও জাহাজ যাত্রা বাতিল করা হয়েছে।

বিক্ষোভের ফলে পুরো দেশজুড়ে সাবওয়ে এবং মেট্রো ব্যবস্থা বন্ধ ছিলো। এছাড়াও বেশকিছু শহরে স্কুল-কলেজ, অফিস-আদালত, দোকানপাট, রেস্তোরা ইত্যাদি বন্ধ ছিলো।

আয়োজিত প্রতিবাদ বিক্ষোভের সম্মুখ থেকে নেতৃত্ব প্রদানকারী পামে ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নিকস পাপাজর্জিয় এথেন্সের ওমোনিয়া স্কয়ারে দেয়া এক বক্তৃতায় বলেন, ‘আমাদের সংকটের বর্তমানে নবম বছর চলছে। এখানে শ্রমিকদের কাজের সুযোগের তীব্র সংকট ও স্বল্প মজুরীর কারণে বর্তমানে শ্রমিক শ্রেনীর ব্যক্তিরা চরম দূরাবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, আমাদের দাবি শুধুমাত্র বেতনবৃদ্ধি করা নয়, শ্রমিকদের মৌলিক অধিকার সমূহও নিশ্চিত করা।

বুধবারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা মিছিল করতে করতে এক পর্যায়ে এথেন্সের সিন্টেগম্যা স্কয়ারে গিয়ে জড়ো হয়, যেখানে দেশটির পার্লামেন্ট ভবন অবস্থিত। বিক্ষোভকারীদের প্রতিহত করতে দেশটির বেশকিছু স্থানে পুলিশ বাধাপ্রদান করলে বিক্ষোভকারীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়