শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৩:২৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরের সার্জিকেয়ার ক্লিনিক দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের সার্জিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

২৭ মে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে এ রিট দায়ের করা হয়েছে বলে জানান মনজিল মোরসেদ। মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চে শুনানি হবে বলে জানান তিনি।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পিরোজ পুরের ডিসি, এসপি, সদর পৌরসভার মেয়র, সদর থানার ওসি, ইউএনও, পিডিবি এর নির্বাহী পরিচালক ও নায়ক যায়েদ খানের ভাই যুবলীগ নেতা ওবায়দুল হককে।

সার্জিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের বাড়ি আত্মসাৎকারীদের বিষয়ে প্রশাসনের নিষ্ক্রীয়তা কেন বেআইনী ঘোষণা করা হবেনা এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে আবেদনে। সেইসঙ্গে চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদার, তার পরিবারের নিরাপত্তা এবং স্বাভাবিক চলাফেরার ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবেনা রুল চাওয়া হয়েছে এ মর্মেও। এছাড়া একটি কমিটি গঠন করে একমাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

উল্লেখ্য, চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদার ও তার পরিবার নিরাপত্তার অভাবে বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়