শিরোনাম
◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ৩০ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার বাদজুম্মা শহরের নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মসজিদের ইমাম নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিম নোয়ারাই গ্রামের জামাল চৌধুরী পক্ষ ও মঈন উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে গত কয়েক মাস ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এদিন সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আশরাফ চৌধুরী মাছুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ মধ্যস্থতা করে সালিশে নিস্পত্তির উদ্যোগ নেন।

শুক্রবার জুম্মার নামায শেষে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ ব্যাপক ইসপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে ছাতক থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত মিজু চৌধুরী (৪০) ও সাজেদ চৌধুরী (২০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সমর চৌধুরী (১৬), আব্দুল আহাদ চৌধুরী (২৫), দোলায়ার হোসেন চৌধুরী (২৭), জামিল মিয়া (৩০), কামাল মিয়া (৪৬), বাদশা মিয়া (২৩), আলী শাহ (১৯), ইমন (১৭), সায়েক মিয়া (২৩), নিজাম উদ্দিন (২৭), বাদশা কালা (২৭), ইমরান লাল (১৮), রফিক (২২), আমির হোসেন (২৬), আফজল (২৫), মঞ্জু (২৩), সুহেল (২১), বিরহাম উদ্দিন (৩৫), রুবেল মিয়া (২৩), ইসলাম উদ্দিন (২২), আনোয়ার হোসেন (২৫), অনিক (১৫), সায়েম আহমদ (১৮)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জামাল চৌধুরী পক্ষের শাহীনুল হক চৌধুরী বাদী হয়ে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়