শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে উঠার লড়াই হাদ্ররাবাদের বিরুদ্ধে কলকাতা

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপারকিংসের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঝুলে আছে সানরাইজার্স হায়দরাবাদের ভাগ্য। একাদশ আইপিএলের ফাইনালে খেলতে শুক্রবার সাকিবদের নামতে হবে বাঁচা-মরার ম্যাচে। সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কেকেআরকে পাচ্ছে হায়দরাবাদ।

বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে সাকিবদের প্রতিপক্ষ হয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ইডেন গার্ডেনসে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানে। মাত্র ৫১ রানে ৪ উইকেট তুলে নিয়ে অধিনায়ককে সঠিক প্রমাণ করেছিলেন বোলাররা।

দলের বিপর্যয়। মান বাঁচাতে লড়তে হল কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিককে। সেই পথে ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান তো করেছেনই, দলকে এনে দিয়েছেন ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজিও। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো কার্তিকের ইনিংস।

কার্তিককে যথাসময়ে যোগ্য দিয়েছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৯ রানের মারকাটারি অপরাজিত ইনিংস খেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

রাজস্থানের সেরা বোলার কৃষ্ণাপ্পা গৌতম। মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। ৩৩ রানে সমান উইকেট শিকার জফরা আর্চারেরও।

কলকাতার রানের জবাব শুরুতে ভালোই দিচ্ছিল রাজস্থান। রাহুল ত্রিপাঠিকে নিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটিতে জয়ের সম্ভাবনা জাগান রাহানে। ৪৬ রান করে রাহানে ও ২০ রানে রাহুল ফিরলে হাল ধরেন সাঞ্জু স্যামসন। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রানে স্যামসন ফিরলে ভেঙে যায় রাজস্থানের প্রতিরোধ।

রাজস্থানের আর কোনো ব্যাটসম্যানই শেষদিকে দাঁড়াতে পারেননি। তাতে লক্ষ্য থেকে ২৫ রানে দূরেই থামে দলটির ইনিংস।

বোলিংয়ে কলকাতার জয়ের নায়ক হতে পারেন কুলদ্বীপ যাদব। যার কারণে হাতে ছয় উইকেট থাকার পরও বেশিদূর এগোতে পারেনি রাজস্থান। ৪ ওভারে মাত্র ১৮ রানে ১ উইকেট নিয়ে প্রতিপক্ষের রানের গতিতে লাগাম টেনেছেন এ চায়নাম্যান বোলার। ২৪ রানে ২ উইকেট নিয়ে পীযূষ চাওলাও অবদান রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়