শিরোনাম
◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমার সৌন্দর্যে আমি অভিভূত

আব্দুল্লাহ মাসরুর আকুনি: সিয়াম সাধনার মাস রমজান মাস । সকল মাসের সেরা মাস রমজান মাস । রমজান বছরের মধ্যমণি, যুগের স্বর্ণমুকুট, রমজান মুত্তাকিনদের নয়নাভিরাম বসন্তকাল । রমজান তাঁর প্রাচুর্য, ক্ষমা, মহত্ত্ব ও নৈস্বর্গিক স্নিগ্ধ সুগন্ধি বিচ্ছুরিত করছে, অকৃপণ ভাবে । কিন্তু কৃপণতা পরিলক্ষিত হচ্ছে সিয়াম পালনকারীর মধ্যে । রমজানের সুবাসে সকলেই আমোদিত । সকলেই মাতোয়ারা তাঁর মহত্ত্ব গুণে । রমজান যুগের অনিন্দ্য সুন্দর 'ইউসুফ', ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি । রমজান কুরআন শরীফ ও আসমানী সকল কিতাব অবতরণের মাস । শাফায়াত ও কুরআন তেলাওয়াতের মাস, তারাবীহ ও তাহাজ্জুদের মাস, তাওবার ও গুনাহমুক্ত হওয়ার মাস । অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার মাস, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া ও জান্নাতের দরজা উম্মুক্ত করার মাস । এহসানের মাস, সাম্য মৈত্রীর মাস, জীবিকা বৃদ্ধির মাস, লাইলাতুল কদরের মাস, জিহাদ ও বিজয় কেতন উড্ডীন করার মাস, দুআ'ও সহনশীলতার মাস, কৃতজ্ঞতার মাস, নেক আমল বৃদ্ধির মাস । অতএব আর দেরি কিসের ?

হে কল্যাণের পথিক !কল্যাণের পথে অগ্রসর হও । হে অকল্যাণের পথিক ! অকল্যাণ ও অনিষ্ট থেকে বিরত থাক । হে গাফিল হৃদয় ! তমসাচ্ছন্ন গাফিলতি থেকে সজাগ হও । হে ঈমান ও তাক্বওয়ার রবি ! শিঘ্রই তুমি উদিত হও । তোমার অরুণলোকের সুশোভিত সুষমায় আমাদের সিক্ত করো । হে সিয়াম সাধকদের পূণ্যময় আমল নামা ! তুমি উর্ধ জগতে সমুচ্চিত হও । হে রোজাদারের হৃদয় ! তুমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হও । হে তাহাজ্জুদ গোজারের পদ যোগল ! বিনয়াবনতচিক্তে তোমার রবের কাছে রুকু'করো । হে বিনিদ্র ও অশ্রু সজল আঁখিদ্বয় ! নিদ্রা পরিত্যাগ কর । হে কুপ্রবৃত্তির বসুমতী ! তুমি তোমার ক্লেদাক্ত পানি গিলে ফেলো । নিশ্চয়ই মহিমান্বিত এ মাসে রহমত বরকতের দস্তরখানা মেলে দেয়া হয় । সুবিস্তৃত করা হয় সায়িমদের জন্য বদান্যতার সুবিশাল ডালি । সকলকে যেন অদৃশ্য মন্ডল থেকে বলা হচ্ছে 'হে আমার সম্প্রদায় ! আল্লাহর আহবানে সাড়া দাও' ।
কাজেই সুসংবাদ তাঁর জন্য যে আল্লাহর ডাকে সাড়া দিল এবং সঠিক কাজ করলো । দুর্ভোগ তার জন্য যে, পৃষ্ট প্রদর্শন করে ফিরে গেল ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়