সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): জাতীয় শিক্ষা সপ্তাহে স্টুডেন্ট ও রেজাল্ট শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটি ডিগ্রী কলেজ। এ বছর শিক্ষা সপ্তাহে এ উপজেলা থেকে ১৪ টি কলেজের মধ্যে শ্রেষ্ঠ বিবেচিত হওয়ায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এ মহাবিদ্যালয়টি।
এছাড়া একই মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক মহাবিদ্যালয় অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রদীপ কুমার দাসের হাতে ক্রেষ্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার।
পার্বতীপুর খোলাহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক জানান, ১৯৯৯ সাল থেকে আমি এ মহাবিদ্যালয়ের দায়িত্ব নিয়ে শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ২০১৩ সালে এ কলেজটি দিনাজপুর শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষায় ১৬তম স্থান অর্জন করে।