শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ১৯ মে, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনের শোকে কান উৎসবে নীরবতা

মাহাদী আহমেদ : জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ ডেকেছিল ফিলিস্তিনিরা। সেই বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলি ও আগুন ছুড়ে। এতে নিহত হয়েছে ৬২ জন। আহত হয়েছে প্রায় ৩ সহ¯্রাধিক ফিলিস্তিনি।

২০১৪ সালের গাজা যুদ্ধের পর একদিনে ফিলিস্তিনি হতাহতের এটিই সর্বোচ্চ সংখ্যা। এই ঘটনার প্রতিবাদে সারা দুনিয়া এখন উত্তাল। সবশেষ ফিলিস্তিনিদের শোকে কান উৎসবে নীরবতা পালন করেছেন চলচ্চিত্র তারকারা। খবর রয়টার্স
ভূমধ্যসাগর তীরবর্তী শহরটিতে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব।

গাজা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে সাধারণ ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে সারা দুনিয়া এখন উত্তাল। ক্ষোভের ঢেউ এসে লেগেছে ফ্রান্সের কান শহরেও। সেখানেই এই নিপীড়নের প্রতিবাদে এক মিনিট নীরব থেকেছে চলচ্চিত্র তারকারা।

উৎসবের ভিলেজ ইন্টারন্যাশনালে ফিলিস্তিনের প্যাভিলিয়নের সামনে অনেক পশ্চিমা চলচ্চিত্র তারকা ও সাংবাদিক নীরবতা পালন করেন। দেশটির শোষিত জনগোষ্ঠির প্রতি সহমর্মিতা দেখাতে হাতে হাত রেখে গোল দাঁড়ান তারা। এসময় ‘ইউজুয়াল সাসপেক্ট’ তারকা অভিনেতা বেনিকো দেল তোরোও যোগ দিয়ে ইসরায়েলি সেটলমেন্টের বিরোধিতা করেন।

উল্লেখ্য, কান উৎসবে এবারই প্রথম উড়েছে ফিলিস্তিনের পতাকা। সিনেমাতেও দ্রুত উন্নতি করছে দেশটি। ফিলিস্তিনি পরিচালক হানি আবু-আসাদের ‘ওমর’ ছবিটি ২০১৩ সালের অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছিল। ‘গোস্ট হান্টিং’ শিরোনামে ফিলিস্তিনের আরেকটি সিনেমা বার্লিন চলচ্চিত্র উৎসবে জিতেছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়