শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৮ মে, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ পরীক্ষার্থীর অভিযোগ নিয়ে তদন্তের উদ্যোগ

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্নাতক প্রথমবর্ষের পরীক্ষা শুরুর পর আজও প্রবেশপত্র হাতে পাননি কুড়িগ্রামের রৌমারী ডিগ্রি কলেজের ২৩ জন পরীক্ষার্থী। বিভিন্ন পত্রিকায় “রৌমারীতে প্রবেশপত্র পাননি ২৩ পরীক্ষার্থী” শিরোনামে সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার (১২ মে) থেকে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা।

২৩ শিক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ার বিষয়টি জানিয়ে পরীক্ষার আগের দিন শুক্রবার (১১ মে) রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে ভুক্তভুগী শিক্ষার্থীরা। পরে অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় “রৌমারীতে প্রবেশপত্র পাননি ২৩ পরীক্ষার্থী” শিরোনামে সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত (১৬ মে) ইউএনও স্বাক্ষরিত নোটিশ বার্তায় জানাগেছে, গত ১২ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি প্রথমবর্ষের ২০১৭ পরীক্ষা শুরু হয়। রৌমারী ডিগ্রি কলেজের ২৩ জন শিক্ষার্থীর প্রবেশপত্র না থাকায় ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ঘটনায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা। ওই অভিযোগের ভিত্তিতে আগামাী সোমবার (২১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ঘটনার তদন্ত শুরু হবে।

পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীরা হলেন- রোজিনা, ইসমাইল, জেসমিন আক্তার, মোসলিমা, শফিকুল ইসলাম, ইসমান, সাগর ও রফিকসহ আরো অনেকেই।

তদন্তের বিষয় জানতে চাইলে রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জানান, “ইউএনও স্যার তদন্তের নোটিশ প্রেরণ করেছে। যথাসময়ে কার্যালয়ে উপস্থিত থাকব।”

এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “নয় জন শিক্ষার্থী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। ২৩ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পাননি বলে অভিযোগ করেছেন। এ বিষয় বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তাই উল্লেখিত অভিযোগের তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়