শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৮:০৭ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেসিসিতে বহিরাগতদের বের করতে রাতে রেইড

ডেস্ক রিপোর্ট : অনুমতি ছাড়া খুলনা মহানগরীতে অবস্থানকারী বহিরাগতদের বের করতে আজ সোমবার রাতে সব হোটেলে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের (কেসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী। তিনি জানান, নির্বাচন কমিশন থেকে বিকালেই বহিরাগতদের চলে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। এরপরও কেউ রয়ে গেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাতে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে বহিরাগতদের বিষয়ে অভিযোগ করেন। মঞ্জু অভিযোগ করেন, বিএনপি নেতাদের গ্রেফতার, তাদের বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি করা হচ্ছে এবং বহিরাগতদের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভোটের আগেই এসব বিষয়ে কোনও সুরাহা না হওয়া পর্যন্ত তিনি রিটার্নিং অফিসারের কার্যালয় ছেড়ে যাবেন না। এরপরই রিটার্নিং কর্মকর্তা রাতে হোটেলগুলোয় রেইড দেওয়ার সিদ্ধান্ত জানান।

এর আগে বিকালে রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট বাক্স ও পেপারসহ প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২৪ জনের টিম এবং সাধারণ কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২২ জনের টিম মোতায়েন করা হয়েছে। ২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা ও নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য বিজিবি, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি মাঠে দায়িত্ব পালন করছেন। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়