শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০২:৩৮ রাত
আপডেট : ১৫ মে, ২০১৮, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম বিশ্বের নিন্দার মুখে জেরুজালেমে মার্কিন দূতাবাস

আসিফুজ্জামান পৃথিল : বহুল আলোচিত দ্বি-রাষ্ট্র সমাধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেলআবিব থেকে ঐতিহাসিক শহর জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। পুরো মুসলিম বিশ্বের নিন্দাজ্ঞাপন আর গাজা সহ মোট ১০টি স্থানে চলমান বিক্ষোভের মুখেই জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প আর তার জীবনসঙ্গী জ্যারেড কুশনার। ফিলিস্তিনিদের চলমান বিক্ষোভে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৪১ জন নিহত হবার খবর নিশ্চিত করা গেছে।

১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পরই দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব দেয়া হয়। ১৯৯৩ এবং ৯৫ সালে স্বাক্ষরিত অসলো চুক্তিতে তা আরো দৃঢ় ভিত্তি পায়। ২০০৩ সালে জুনিয়র বুশ প্রশাসন এই সংক্রান্ত রোডম্যাপ প্রদান করে। এবং ২০০৫ সালে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সমকালীন সীমানার দ্বারা দুই দেশের সীমানা নির্ধারিত হবে। ইসরায়েলের পরবর্তীতে দখলকৃত ভূমি এই চুক্তির আওতাধীন হবে না। দ্বি-রাষ্ট্র সমাধানে স্পষ্ট করে উল্লেখ করা হয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব জেরুজালেমই হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী আর ইসরায়েলের রাজধানী হবে তেল আবিব। এই চুক্তিকে পুরোপুরি পাশ কাটিয়ে ট্রাম্প সিদ্ধান্ত নেন তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবার। ইভানকা নিজে উপস্থিত থেকে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন করলেন।

এদিকে একটি টুইট বার্তায় ট্রাম্প দূতাবাস উদ্বোধনের দিনটিকে ইসরায়েলের জন্য ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেছেন।

এদিকে আল-জাজিরা জানিয়েছে ১৯৮৭ এর যুদ্ধবিরতি রেখার ঠিক মাঝবরাবর স্থাপিত হচ্ছে মার্কিন দূতাবাস। যা স্পষ্টত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ইসরায়েল অবশ্য সবসময়েই পুরো জেরুজালেমকেই নিজেদের রাজধানী দাবী করে আসছে।

এদিকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের তীব্র প্রতিবাদ জানিয়েছে মুসলিম দেশগুলো। এমনকি ইউরোপের অধিকাংশ দেশ উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের প্রতিনীধিও প্রেরণ করছেনা। ইসরায়েল তাদের স্বীকৃতিদানকারী ৮৬টি দেশে নিমন্ত্রণ প্রেরণ করলেও মতো মাত্র ৩২টি দেশ এই আহ্বানে সারা দেয়। জাপানের মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে জেরুজালেমে দূতাবাস সরিয়ে আনবেনা। আরব লীগ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার জরুরী সভা তলব করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে শতাব্দীর বৃহত্তম আঘাত বলে উল্লেখ করেছেন। ইরানের স্পিকার আলী লারিজারি বলেছেন দূতাবাস প্রতিস্থাপনের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এর জবাব দিতে হবে। আল জাজিরা, বিবিসি, হারেৎজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়