শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তরুণ খুন, মূল হোতা গ্রেফতার

সুজন কৈরী : রাজধানীর খিলগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তরুণ মো. রাসেল রনি (১৮) খুনের ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- আয়নাল হক রানা (২২)। তিনি ময়মনসিংহের তারাকান্দার ডাকের কান্দা গ্রামের মো. শামসুল হকের ছেলে। খিলগাঁও থানা এলাকায় বসবাস করত।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, হত্যাকান্ডের পর আয়নাল চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় গিয়ে আত্মগোপন করেছিল। সেখান থেকে আয়নালকে গ্রেফতারের পর রোববার দুপুরের দিকে তাকে ঢাকায় আনা হয়েছে। সোমবার রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, এর আগে এ মামলার অপর আসামী মাসুদ রানাকে (২০) গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

গত ১২ এপ্রিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাত পৌনে ৯ টার দিকে খিলগাঁওয়ের সীমান্তিক ক্লিনিকের সামনে রাসেলকে মারধর করে আয়নাল হক রানা ও তার সহযোগী আকাশ, সিরাজ, আক্তার, মাসুদ রানা, মিলন, মাইনুদ্দিন ও বাবু ওরফে বাইট্টা বাবু। একপর্যায়ে আয়নাল ছোরা দিয়ে রাসেলের পেটে আঘাত করে।

পরে রাসেলের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরদিন ১৩ এপ্রিল রাসেলের মামা বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়