জাহিদ আল রাফি: মুসলিম রোহিঙ্গাদের পর এবার মিয়ানমার থেকে পালিয়ে আসছে খ্রিস্টান কাচিনরা। গণমাধ্যমসূত্রে জানা যায়, মিয়ানমারের সরকারি বাহিনী দিয়ে কাচিন ইন্ডিপেন্ডেস আর্মির যোদ্ধাদের অবস্থানগুলোর ওপর বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ করাচ্ছে মিয়ানমার সরকার।জাতিসংঘ জানায়, এ বছর অন্তত ১০ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। আর শুধু এপ্রিল মাসেই সেখান থেকে পালিয়েছে চার হাজারের মতো।
কাচিন জনগোষ্ঠীর লোকেরা প্রধানত খ্রীস্টান এবং ১৯৬১ সাল থেকে তারা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে স্বায়ত্বশাসিত এলাকা প্রতিষ্ঠার দাবিতে লড়াই করে যাচ্ছে। কেআইএ বিদ্রোহীদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র আছে এবং তাদেরকে অন্যতম শক্তিশালী বিদ্রোহী গ্রুপ বলে মনে করা হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত কিছুদিনে পরিস্থিতি গুরুতর রূপ নিয়েছে। খবরে বলা হচ্ছে, সবশেষ এই লড়াইয়ে সরকারি সৈন্যরা কাচিন যোদ্ধাদের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে তাদেরকে সীমান্ত এলাকার দিকে ঠেলে দিয়েছে। বিবিসি বাংলা