সুজন কৈরী : চাঁদপুরের মেঘনার মোহনায় অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী লঞ্চ এম ভি আওলাদ-৭ ও এম ভি তাসরিফ-১ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর স্টেশন চাঁদপুর। জাটকাগুলোর মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।
শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশান চাঁদপুরের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহর নেতৃত্বে একটি দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে। পরে জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।