মোস্তাফিজার রহমান বাবলু,রংপুর: রংপুরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগায় অন্ত:সত্তা গৃহবধূসহ ৩ জন নিহত হয়েছে। এসময় চালকসহ ২জন আহত হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের অন্ত:সত্তা গৃহবধূ মনি বেগমের (২৫) প্রসব বেদনা হলে তাকে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যেশ্যে নেওয়া হয়। পথে পাগলাপীর এলাকায় রংপুর দিনাজপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই গৃহবধূ মনি বেগম ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ড্রাইভারসহ আরও ৩ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। তার নাম রুবিয়া বেগম। তিনি নিহত প্রসূতি গৃহবধূর চাচি।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ড্রাইভারসহ ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা.আ. সালাম। নিহত হেলপারের বাড়ি দিনাজপুরের বিশ্বনাথপুরে।