শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার): কক্সবাজারের উখিয়া উপজেলা অাওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা অাওয়ামী লীগের সাবেক সভাপতি
অ্যাড. একে এম অাহম্মদ হোসেন। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা অাওয়ামী লীগের সদস্য ও উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সাবেক সভাপতি কবি অাদিল উদ্দীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমদুল হক চৌধুরী, অাবুল মনসুর চৌধুরী, উপজেলা অাওয়ামী লীগের সহ সভাপতি ও হলদিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অামিনুল হক অামিন, অধ্যাপক হেলাল উদ্দীন চৌধুরী, সাংবাদিক রাসেল চৌধুরী, ফরিদুল অালম, লিয়াকত অালী বাবুল ও নুরুল হক খান।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপির চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী।
এসময় প্রধান অতিথি বলেন, যেভাবে সরকারের উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে, সেভাবে প্রচার প্রচারণা নেই। এটার কারণ হচ্ছে সাংগঠনিক সমন্বয়হীনতা। তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আগামী ৬ মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি পুনঃ গঠন করার ঘোষণা দেন। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।