শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মিনিটেই তাদের ইনকাম ২৫ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক : বর্তমান ফুটবলবিশ্বে রাজত্ব করা দুই রাজা-ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গত দশ বছর ধরে দুজনের ছাড়িয়ে যাওয়ার লড়াই চলছে। ব্যালন ডি’অরের দিকে তাকালে দেখবো দশ বছর ধরে ঘুরে ফিরে এ দু’জনের হাতেই থাকছে। তাছাড়া দলগত কিংবা ব্যক্তিগত রেকর্ড সবকিছুতেই ক্লান্তিহীন দ্বৈরথ দু’জনের মাঝে। তবে আয়ের দিক দিয়ে পর্তুগিজ তারকার চেয়ে সব সময়ই পিছিয়ে ছিলেন লাতিন জাদুর ফুটবলার মেসি। এবার এই দিকটায় রোনালদোকে পেছনে ফেললেন ৩০ বছর বয়সী এ আর্জেন্টাইন।

ফ্রান্সের একটি ফুটবল ম্যাগাজিন জানিয়েছে, বর্তমানে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের নাম মেসি। তারা হিসেব করে দেখিয়েছে মেসি প্রতি মিনিটে আয় করেন ২৫ হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৫ লাখ টাকারও বেশি। অর্থাৎ মেসি প্রতি এক মিনিটে আয় করেন ২৫ লাখ টাকারও বেশি!

বেতন ছাড়াও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, প্রমোশন মিলিয়ে অনেক টাকায় আয় করেন ফুটবলাররা। সে হিসেবে এ মৌসুমে মেসির আয় ১২৬ মিলিয়ন ইউরো। আর রোনালদোর আয় ৯৪ মিলিয়ন ইউরো। আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তার আয় ৮১ মিলিয়ন ইউরো। গত মৌসুমে রোনালদো আয় করেছিলেন ৮৭.৫ মিলিয়ন ইউরো। আর মেসি ৭৬.৫ মিলিয়ন ইউরো। তালিকায় চতুর্থ ফুটবলারের নাম গ্যারেথ বেল। তার আয় ৪৪ মিলিয়ন ইউরো। আর বার্সেলোনার জেরার্ড পিকে ২৯ মিলিয়ন ইউরো আয় করে পঞ্চম স্থানে আছেন।

অন্যদিকে কোচদের মধ্যে সর্বোচ্চ আয় ম্যানইউ গুরু জস মরিনহোর। তার আয় ২৬ মিলিয়ন ইউরো। চীন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা ইতালির মার্সেলো লিপ্পি ২৩ মিলিয়ন ইউরো আয় করে আছেন তালিকার দুইয়ে। অ্যাতলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমন আছেন তৃতীয় অবস্থানে। তার আয় ২২ মিলিয়ন ইউরো। আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান আয় করেছেন ২১ মিলিয়ন ইউরো। ২০ মিলিয়ন ইউরো আয়ে পঞ্চমস্থানে আছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সূত্র : বিজনেস ডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়