শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মিনিটেই তাদের ইনকাম ২৫ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক : বর্তমান ফুটবলবিশ্বে রাজত্ব করা দুই রাজা-ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গত দশ বছর ধরে দুজনের ছাড়িয়ে যাওয়ার লড়াই চলছে। ব্যালন ডি’অরের দিকে তাকালে দেখবো দশ বছর ধরে ঘুরে ফিরে এ দু’জনের হাতেই থাকছে। তাছাড়া দলগত কিংবা ব্যক্তিগত রেকর্ড সবকিছুতেই ক্লান্তিহীন দ্বৈরথ দু’জনের মাঝে। তবে আয়ের দিক দিয়ে পর্তুগিজ তারকার চেয়ে সব সময়ই পিছিয়ে ছিলেন লাতিন জাদুর ফুটবলার মেসি। এবার এই দিকটায় রোনালদোকে পেছনে ফেললেন ৩০ বছর বয়সী এ আর্জেন্টাইন।

ফ্রান্সের একটি ফুটবল ম্যাগাজিন জানিয়েছে, বর্তমানে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের নাম মেসি। তারা হিসেব করে দেখিয়েছে মেসি প্রতি মিনিটে আয় করেন ২৫ হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৫ লাখ টাকারও বেশি। অর্থাৎ মেসি প্রতি এক মিনিটে আয় করেন ২৫ লাখ টাকারও বেশি!

বেতন ছাড়াও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, প্রমোশন মিলিয়ে অনেক টাকায় আয় করেন ফুটবলাররা। সে হিসেবে এ মৌসুমে মেসির আয় ১২৬ মিলিয়ন ইউরো। আর রোনালদোর আয় ৯৪ মিলিয়ন ইউরো। আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তার আয় ৮১ মিলিয়ন ইউরো। গত মৌসুমে রোনালদো আয় করেছিলেন ৮৭.৫ মিলিয়ন ইউরো। আর মেসি ৭৬.৫ মিলিয়ন ইউরো। তালিকায় চতুর্থ ফুটবলারের নাম গ্যারেথ বেল। তার আয় ৪৪ মিলিয়ন ইউরো। আর বার্সেলোনার জেরার্ড পিকে ২৯ মিলিয়ন ইউরো আয় করে পঞ্চম স্থানে আছেন।

অন্যদিকে কোচদের মধ্যে সর্বোচ্চ আয় ম্যানইউ গুরু জস মরিনহোর। তার আয় ২৬ মিলিয়ন ইউরো। চীন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা ইতালির মার্সেলো লিপ্পি ২৩ মিলিয়ন ইউরো আয় করে আছেন তালিকার দুইয়ে। অ্যাতলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমন আছেন তৃতীয় অবস্থানে। তার আয় ২২ মিলিয়ন ইউরো। আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান আয় করেছেন ২১ মিলিয়ন ইউরো। ২০ মিলিয়ন ইউরো আয়ে পঞ্চমস্থানে আছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সূত্র : বিজনেস ডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়