শিরোনাম
◈ ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহর একাত্মতা: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় শিডিউল বিপর্যয়, ৬ ট্রেনের যাত্রা বাতিল ◈ ভোটারবিহীন নির্বাচনে আনন্দ নেই, সৌন্দর্যও নেই: ইসি রাশেদা ◈ সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম: মঈন খান ◈ দেশে গণতন্ত্র, সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: রিজভী ◈ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত ◈ ৭-৮ মাস ঘরেই সংরক্ষণ করা যাচ্ছে পেঁয়াজ : বিনার গবেষণায় সফলতা   ◈ মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের নিহত ৩, আহত ২ ◈ মার্কিন নির্বাচনে ফলের স্বচ্ছতা নিয়ে ট্রাম্পের সংশয়  ◈ আজ ২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু তারেক নয়, পাসপোর্ট জমা দিয়েছেন তার স্ত্রী-কন্যাও

সজিব খান: শুধু তারেক রহমানই নন, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা জারনাজ রহমানও তাঁদের বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে ফিরিয়ে দিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম গতকাল সোমবার বিকেলে ঢাকার গুলশানে তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট ফিরিয়ে দেওয়া সংক্রান্ত তথ্যের সত্যতা চ্যালেঞ্জ করে বিএনপির বক্তব্য দেওয়া এবং তারেক রহমানের পক্ষে আইনি নোটিশ পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়েছে। আজ বলছি, শুধু তারেক রহমান নন, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা জারনাজ রহমান—তাঁদের পাসপোর্টও যুক্তরাজ্য হোম অফিস (স্বরাষ্ট্র দপ্তর) আমাদের হাইকমিশনে ফেরত দিয়েছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর। সে ব্যাপারে আমাদের আলোচনা চলছে। এ মুহূর্তে আমি আর বলতে চাই না। তবে স্বতঃপ্রণোদিত হয়ে তাঁদের (তারেক রহমান ও পরিবার) এখানে আসার ইচ্ছা নেই বলেই হয়তো তাঁরা বাংলাদেশি পাসপোর্ট হস্তান্তর করেছেন।’

শাহিরয়ার আলম বলেন, তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে তাঁদের বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। বাংলাদেশ তা আইন অনুযায়ী বিবেচনা করবে। যুক্তরাজ্য তারেক রহমানকে ফিরিয়ে দিলেও তাঁকে বাংলাদেশের পাসপোর্ট বা এককালীন ট্রাভেল ডকুমেন্টে আসতে হবে।

তারেক রহমান সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘(তারেক) অসত্য বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন আচার-অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। অসুস্থতা তাঁর একটি ছুতা।’ তিনি বলেন, জীবনে বেঁচে থাকতে বাংলাদেশে আর রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়েছিলেন। এরপর বিদেশে গিয়ে তাঁর পাসপোর্ট হস্তান্তর। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিসের আশায় তাঁকে চেয়ারম্যান করে বা তাঁকে ভবিষ্যৎ হিসেবে দেখে এটি তাদের বিষয়।

তারেকের পাসপোর্টসংক্রান্ত তথ্য : শাহরিয়ার আলম বলেন, লন্ডন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা ফিরেছেন। তারেক রহমানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার তথ্যকে বিএনপি অসত্য দাবি করার পর তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠি ও পাসপোর্টের কপি আনান। সাংবাদিকদের কাছে সেগুলো তুলে দেন। সূত্র: কালের কণ্ঠ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়