শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারিদ্রের কষাঘাতে বিশ্বের ৭’শ মিলিয়ন শ্রমিক : আইএলও

রাশিদ রিয়াজ : বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে ৭’শ মিলিয়নেরও বেশি শ্রমিক দারিদ্র সীমায় বাস করছে। এসব শ্রমিক গত বছর দিনে মাত্র ৩.১০ মার্কিন ডলার আয় করতে পেরেছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও’র মহাপরিচালক গাই রাইডার বলেছেন, এধরনের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের গতি খুবই ধীর এবং অনেক উন্নয়নশীল দেশ তাদের বাজারে আসা শ্রমশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। ফিনান্সিয়াল ট্রিবিউন

গাই রাইডার আইএমএফ’কে বলেছেন, বাজারে শ্রমশক্তির তুলনায় ব্যাপক কর্মসংস্থানের এখনো বেশ অভাব এবং বিশ্বে এধরনের চাহিদা পূরণের সামান্যই ঘটছে। ক্ষীণ আশা রয়েছে ২০১৯ সালের মধ্যে কর্মসংস্থানের চাহিদা কিছুটা মেটানো সম্ভব হবে। বিশ্বে এখন বেকার রয়েছে ৬৭ মিলিয়ন তরুণ তরুণী। একই সঙ্গে ১৪৫ মিলিয়ন তরুণ দারিদ্র সীমার নীচে বাস করছে। এর পাশাপাশি নতুন অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি কর্মসংস্থানের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। শিক্ষাখাতে ব্যয় ও দক্ষ লোকবল গড়ে তোলা ছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আফ্রিকায় বেকারত্বের হার আগামী বছরের মধ্যে ২৪ ভাগ বৃদ্ধি পেয়ে ১১০ মিলিয়নে দাঁড়াবে। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বেকারত্বের হার ১ শতাংশ কমার সম্ভাবনা থাকলেও ৩০০ মিলিয়ন মানুষ দরিদ্র থেকেই যাবে। যা ২০৩০ সালের মধ্যে বিশ্বকে দারিদ্র মুক্ত করার বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক সদিচ্ছার অভাব, বিশ্বায়ন ও বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় শক্তিশালী কোনো শ্রমবাজার গড়ে না ওঠা পর্যন্ত এসব চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন থেকে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়