শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৩:৪২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে এক শিশু মৃতদেহ উদ্ধার

ফরহাদ আমিন,টেকনাফ (কক্সবাজার): টেকনাফের বাহারছড়ার উত্তর শিলখালীতে সাদিয়া সুলাতানা ওম্মী নামের( ৮) বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় শফি উল্লাহর মেয়ে বলে জানা যায়।

স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়,শনিবার শফি উল্লাহর বাড়িতে দিন মজুর হিসেবে কাজ করছিল। দিন মজুর হিসেবে কাজ করা পারিশ্রমিক হিসেবে ৫০০ টাকা উক্ত সাদিয়ার হাতে দিয়ে ইউসুফের স্ত্রীর কাছে পাঠায়।ওই সময়ও ইউসুফ শফিউল্লাহর বাড়িতে দিন মজুর হিসেবে কাজে ব্যস্ত ছিল বলে স্থানীয়রা জানান।

পরবর্তীতে সন্ধা যাবত সাদিয়া বাড়িতে ফিরে না আসায় পিতা শফি উল্লাহর সন্ধেহ হয়।পরে ইউছুফের বাড়িতে খোঁজ খবর নেওয়ার পরও সাদিয়াকে না পেয়ে পিতা শফিউল্লাহ সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে।

২২ এপ্রিল রবিবার অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে স্থানীয় গভীর পাহাড়ে দুপুর ১টার দিকে সাদিয়ার লতা দিয়ে পেছানো ঝুলন্ত অবস্থায় রক্তান্ত অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়।পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সাদিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ততের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

আর প্রাথিমক জীজ্ঞাসাবাদের জন্য দিন মজুর মো. ইউছুফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ জানান, নিহত সাদিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক জীজ্ঞাসাবাদের জন্য ইউছুফ নামক এক ব্যক্তিকে ফাঁড়িতে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়