শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৭:৩০ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পান্থপথ মোড়ে অবস্থান

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। বঙ্গবন্ধুর বাংলায়, ১০% কোটা চাই। চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এরকম নানা স্লোগানে পরিবেশ ভারী হয়েছে রাজধানীর ব্যস্ততম এলাকা গ্রীনরোড মোড়ে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিতে দেশের বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সকাল থেকেই অবস্থান নিয়েছে গ্রীনরোড মোড়ে। যার মধ্যে রয়েছে সিটি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সোনারগাঁ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয়।

বুধবার সকাল থেকেই এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে সমর্থন জানিয়ে জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে পান্থপথ মোড়ে জড়ো হতে থাকেন। দুপুরে রাস্তা অবরোধ করে মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে চলছে বিভিন্ন স্লোগান। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করায় চারদিক থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনে অংশ নেয়া ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলেন, ‘কোটা আমরা চাই তবে ৫৬ পার্সেন্ট নয়। মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার নামে তাদের কোটাগুলোকে নিয়ে মন্ত্রী-সচিবেরা ঘুষ ও দূর্নীতি করে লোক নিয়োগ করে যা আমাদের মত সাধারণ শিক্ষার্থীদের সাথে এক প্রকার তামাশা।’ কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। অন্যান্য সকল শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়