শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৩:২৪ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইবেরিয়ান অভিবাসীদের জন্য বিশেষ স্ট্যাটাস বন্ধ করছেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাইবেরিয়ার অভিবাসীদের জন্য বিশেষ অভিবাসী আইনি সুবিধা প্রত্যাহার করে নিয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটির অবস্থা উন্নতির সাপেক্ষেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সুবিধার আওতায় অনেক লাইবেরিয়ানই কয়েক দশক থেকে উত্তর আমেরিকার দেশটিতে বসবাস করছেন। ২০১৯ সালের ৩১ মার্চ থেকে এই সুবিধা উঠে যাবে।

হোয়াইট হাউজ প্রকাশিত প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লাইবেরিয়ায় এখন আর কোন অস্ত্রের সংঘাত নেই। দেশটি গনতান্ত্রিক সরকারের অধীনে অসাধারন উন্নতি করেছে’।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর থেকেই বৈধ এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
১৯৯১ সালে গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার জন্য প্রচুর লাইবেরিয়ান যুক্তরাষ্ট্রে চলে আসেন। ২০১৪ সালে ইবোলা ভাইরাসের কারণে সংখ্যাটা আরো বাড়ে।

বিজ্ঞপ্তিতে ট্রাম্প বলেছেন, ‘লাইবেরিয়ার পূর্বের সংঘাত শেষ হয়ে গেছে। সেখানে নাগরিকদের ফিরে যাবার অবস্থাও তৈরী হয়েছে। ২০১৪ সালে ইবোলা ভাইরাসের কারণে দেশটি অসম্ভব ক্ষতির শিকার হয়েছে। কিন্তু তারা রোগটিকে সমূলে উৎপাটন করতে সক্ষম হয়েছেন’।

তবে মোট কতজন লাইবেরিয়ানকে বহিষ্কার করা হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। লাইবেরিয়ান সরকারও এই বিষয়ে কোন মন্তব্য করেনি। এর আগে ট্রাম্প প্রশাসন আফ্রিকার ৩ দেশ; লিবিয়া, চাঁদ এবং সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। - ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়