শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুপগঞ্জকে হারিয়ে লিগে টিকে থাকলো অগ্রণী ব্যাংক

স্পোর্টস ডেস্ক : প্রথমপর্বের শেষ ম্যাচটি দারুণ গুরুত্বপূর্ণ ছিল অগ্রণী ব্যাংকের জন্য। জিতলে প্রিমিয়ার লিগে টিকে থাকার সম্ভাবনাটা জোরালো থাকবে। যা চেয়েছিল দলটি, মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে তা করতে পেরেছে অগ্রণী ব্যাংক। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

এটা অগ্রণী ব্যাংকের ১১তম ম্যাচ ছিল। যা শেষে অগ্রণীর সংগ্রহ ৮ পয়েন্ট। তবে আজকের ম্যাচ হেরে সাপার লিগ থেকে ছিটকে পড়লো রূপগঞ্জ। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান সংখ্যক ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি আবাহনীর।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জের দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে অগ্রণী ব্যাংক। সৌম্যকে নিয়ে ৭৬ রানের ওপেনিং জুটি গড়েন শাহরিয়ার নাফিস। এরপর অবশ্য ৫১ রানের ব্যবধানে ৩টি উইকেট তুলে নিয়েছিলো রূপগঞ্জ। কিন্তু লক্ষ্য ছোট থাকায় জয় তুলে নিতে বেগ পেতে হয়নি অগ্রণী ব্যাংককে। ৭৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন শামসুল ইসলাম ও ধীমান ঘোষ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন নাফীস। ১০৩ বলে ১০টি চারে এ রান করেন তিনি। এছাড়া ধীমান ৪৯ ও শামসুল ৪১ রান করেন। রূপগঞ্জের পক্ষে ৫৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আসিফ হাসান।

এর আগে শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংকের দুই পেসার আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের তোপের মুখে পড়ে রূপগঞ্জ। ফলে ৫৫ রানেই শীর্ষ ৫ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ষষ্ঠ উইকেটে তুষার ইমরানের সঙ্গে মোশারফ হোসেন রুবেলের ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। তবে এ জুটি ভাঙতেই আবারো নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৪ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন তুষার। ১২১ বলে ৮টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ২৭ রান করেন মোশারফ। অগ্রণী ব্যাংকের পক্ষে ৪৪ রানের খরচায় ৪টি উইকেট নেন আল-আমিন হোসেন। ২টি করে উইকেট শফিউল ও আব্দুর রাজ্জাকের। ম্যাচসেরার পুরস্কারটি জিতে নেন দলকে জেতানো ৮২ রান করা শাহরিয়ার নাফিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়