শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইটগার্ডকে বেঁধে ডাকাতি, ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহে দুই ডাকাতির ঘটনা

মো. জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত এক সপ্তাহের ব্যবধানে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ডাকাতেরা নাইটগাডর্কে বেঁধে রেখে ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাঘেরহাট এলাকার রইস উদ্দীন মাস্টারের হাসকিং মিলে এ ডাকাতির ঘটনা ঘটে। একদল ডাকাত হাসকিং মিলের পাহারাদার নাইটগার্ডকে বেঁধে রেখে অটোচার্জার গাড়ির ১৪টি ব্যাটারি ও ২শ মন ধান এবং ১৪ বস্তা ভুট্টালুট করে নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ দিবাগত রাতে একদল ডাকাত ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের বাসায় হানা দেয়।ডাকাতেরা নৈশ প্রহরী দবিরুল ইসলাম ওরফে দারাজুল ইসলামকে একটি কক্ষে আটক করে রেখে বাসায় চড়াও হয়।তারা ভবনের ৮টি রুম তছনছ করে ।

এছাড়াও ডাকাতেরা এমপি দবিরুল ইসলামের স্ত্রী মমিনা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিহিত গলার চেইন ও হাতে থাকা স্বর্ণের বালা খুলে নেয়। পরে ডাকাতেরা আলমিরাসহ বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে স্বর্ণলংকারসহ মালামাল লুট করে। ওই ঘটনায় পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি সংসদ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজের আলোকে বিজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের কথা জানালেও দীর্ঘ এক সপ্তাহের জড়িতদের সনাক্ত করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়