শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সাকিবরা বীরের মতোই খেলেছে’

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে হোম সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্সে অনেকখানিই ব্যর্থ হওয়ার পর সাকিবরা নিদাহাস ট্রফিতে খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়। তাই নিদাহাস ট্রফিতে অংশ নেয়ার আগে কিছুটা শঙ্কাও ছিল বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। তবে মাঠের দুর্দান্ত পারফর্মেন্সের পর দেশে ফিরে বিসিবি প্রধান জানালেন ফাইনালে হারলেও বীরের মতোই খেলেছে বাংলাদেশ।

অঘোষিত সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া বাংলাদেশের অধরা ট্রফিটা হাতের নাগালেই চলে এসেছিল। শেষ রক্ষা হয়নি। ছয় মেরে ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ম্যাচ শেষে হতাশায় ডুবে ছিল পুরো বাংলাদেশ দল। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১১.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, ‘হয়তো ট্রফি জিততে পারেনি, কিন্তু ছেলেরা জান-প্রাণ দিয়ে চেষ্টা করেছে। আমি এ কয়দিন পুরো সময় দলের সঙ্গে কাটিয়েছি। আমি দেখেছি তারা কষ্ট করেছে এবং বারবার আমাকে বলেছে আমরা নিদাহাস ট্রফি জিততে চাই। শুধু কথায় নয় মাঠে লড়াই করে প্রায় তারা ট্রফি জিতেও ফেলেছিল। শেষ পর্যন্ত হয়নি। আসলে আমি হার জিত নিয়ে তেমন আর চিন্তা করতে চাই না। ছেলেরা ভালো খেলে বীরের মত লড়াই করেছে সেটাই বড়।’

পাপন বলেন, ‘যখন শ্রীলঙ্কা যাই তখন মনে ভয় ছিল। আমরা দক্ষিণ আফ্রিকা ও ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ফরমেটেই হেরেছি। তার উপর এই সিরিজে বাড়তি চাপ ছিল ভারত, যারা এখন টি-টোয়েন্টির এক নম্বর দল। একটা অজানা শঙ্কা নিয়েই কলম্বো গিয়েছিলাম। এটা সত্যি, এবার হতাশা নিয়ে ফিরিনি। নিশ্চিত শিরোপার ঠিক কাছে গিয়ে ফেরাটা দুঃখজনক। তবে আমার মনে হয় ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে নাজমুল হাসান পাপনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, বিসিবি পরিচালক লোকমান হোসেন ও বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়