শিরোনাম
◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ বছরে ২৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১১, এমপিও বন্ধে বোর্ড চেয়ারম্যানের চিঠি

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার লেমুয়া চন্দ্রকান্দা আলিম মাদ্রাসায় বিগত ১৩ বছরে আলিম স্তরে ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ জন। এমপিও ভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটির এমপিও বন্ধের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

জানা যায়, ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই মাদ্রাসা থেকে মাত্র ২৮ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে উত্তীর্ণ হন মাত্র ১১ জন। ২০০৫ সালে ২ জন, ২০০৬ সালে ২ জন, ২০১১ সালে ২ জন, ২০১২ সালে ৪ জন, ২০১৪ সালে ৩ জন, ২০১৫ সালে ৫ জন, ২০১৬ সালে ৪ জন এবং ২০১৭ সালে ৫ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে মাত্র ১১জন। ২০০৯, ২০১০ এবং ২০১৩ সালে কোনো শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়নি। যদিও এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুরু থেকে এমপিও ভুক্ত। ফলে সরকারে সব ধরনের সুযোগ সুবিধাই ভোগ করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা।

এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আলিম স্তরের একাডেমিক স্বীকৃতি বাতিল করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তবে অব্যহত থাকে এমপিও কার্যক্রম। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির এমপিও বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়