শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সত্যিকারের সুপারস্টার ‘মেসি, রোনালদো ও নেইমার ’

স্পাের্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারকেই শুধুমাত্র সত্যিকারের "সুপারস্টার" বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

ফুটবলে ২০০৭ সালের পর প্রতিটি বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন মেসি ও রোনালদো। আর এই প্রতিযোগীতায় টানা তিনবারই তৃতীয় হন নেইমার।

মেসি, রোনালদো এবং নেইমারের প্রশংসায় ৭৭ বছর বয়সী কিংবদন্তি পেলে বলেন, ‘ফুটবল বিশ্বে লিওলেন মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারই সবার চেয়ে অনেক এগিয়ে। বিশ্বে আর কোনো সুপারস্টার নেই।’

তাছাড়া বিশ্বকাপে জন্য ব্রাজিলের দল গঠন নিয়ে তিনি বলেন, ‘ব্রাজিলের দলে আগের মতো বিকল্প না থাকায় সাফল্য পেতে দলকে সুসংগঠিত করার উপর জোর দেওয়ার প্রয়োজন। দলগতভাবে সুসংগঠিত হওয়াটাই জাতীয় দলের জন্য এখন গুরুত্বপূর্ণ। কারণ ব্রাজিলে প্রতি পজিশনে এখন আর আগের মতো তিন-চার জন শীর্ষ পর্যায়ের খেলোয়াড় নেই।’

তাই আসন্ন বিশ্বকাপে পুরো ব্রাজিলের সফলতা নেইমারের উপরই নির্ভর করবে বলে মনে করেন এই তারকা। তিনি বলেন, ‘রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য নেইমারের উপর নির্ভর করছে।’

আর সে জন্য এই তারকাকে প্রস্তত বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘হ্যা, নেইমার প্রস্তুত। সে ব্রাজিলের মূল খেলোয়াড়। সেজন্য নিজেকে তার আরো ভালোভাবে প্রস্তুত করতে হবে। আমি আরও বলবো কৌশলগত ভাবে আমার কাছে সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়। এ ব্যাপারে আমি নিশ্চিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়