শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ শুরু সোমবার

ইসমাঈল হুসাইন ইমু: বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে আগামী সোমবার শুরু হবে। যা আগামী ১২ মার্চ পযন্ত চলবে। এতে ১ হাজার ৩৩৯ সেনা সদস্য অংশ নেবেন। শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমদ। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা মেজর ক্যাসেঞ্জ জেসিকি।

ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমদ বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ‘অনুশীলন শান্তিদূত-৪’ নামে এ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড। এতে পৃষ্ঠপোষকতা করেছে অপারেশনস ইনিশিয়েটিভ (জিপিওআই)। এর আগে বাংলাদেশে ২০০২, ২০০৮ এবং ২০১২ সালে এ ধরনের প্রশিক্ষণ হয়েছে।

তিনি বলেন, ৪১টি দেশকে আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত ২৪টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বসনিয়া-হার্জেগোভেনিয়া, কম্বোডিয়া, কানাডা, ফিজি, ঘানা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, জর্ডান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পেরু, ফিলিপাইন, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরালিওন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।

এ প্রশিক্ষণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়