শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল ও গ্যাসের দাম বাড়লে জনগণের বারোটা বাজবে : বি ডি রহমতউল্লাহ

আশিক রহমান : বর্তমান সরকার প্রায় ১০ বছর ক্ষমতায় রয়েছে। এই ১০ বছরে ইতোমধ্যেই ৮ বার বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানো হয়েছে। আরেকদফা বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে ১০ বছরে ৯ বার দাম বাড়ানোর যুক্তিটা কী? জনগণের স্বার্থ কেন উপেক্ষিত হচ্ছে? কারণ সরকার ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত। তারা যখনই বলেন দাম বাড়ান, তখনই দাম বাড়িয়ে দেওয়া হয়। এর কোনো যুক্তিকতা নেই। এমন মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ বি ডি রহমতউল্লাহ।

আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ কেমন আছে, কী ধরনের পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে, তেল, গ্যাস বা বিদ্যুতের দাম বাড়ানো হলে জনজীবনে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে তারা ভাবে বলে তো মনে হয় না। মানুষের স্বস্তির দিকে তাদের কোনো খেয়াল নেই। ব্যবসায়ী ও আন্তর্জাতিক শোষক গোষ্ঠীকর্তৃক প্রভাবিত হয়ে সরকার এ ধরনের জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ দাম বাড়ালে তাদেরই লাভ। তারা বিনিয়োগকারী। অনেক বিনিয়োগ এদেশে রয়েছে তাদের।

ভারত, চীনসহ যারা এদেশে আসছে, তাদের জন্যই এই প্ল্যাটফরমটা রেইজ করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়লে জনগণের বারোটা বাজবে। পরিবহন ভাড়া বাড়বে। জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। অনেকবারই তো তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এমনিতেই আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার ফলে জনজীবন দুর্বিষহ প্রায়। এলএনজির আমদানি ও বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার যুক্তি দেখিয়ে তেল ও গ্যাসের দাম বাড়ানোর যে উদ্যোগ নিয়েছে সরকার তাতে জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়বে।

এক প্রশ্নের জবাবে এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির প্রয়োজন কেন পড়ল? আমাদের সাগরের নিচে প্রচুর গ্যাস রয়েছে। সেই গ্যাস উঠানোরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আন্তর্জাতিকভাবে সরকার আত্মসমর্পন করেছে। মিয়ানমার ওই গ্যাসটা তুলে নিচ্ছে। এই গ্যাস যদি তুলে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কূপগুলো অনেকদিন আর চলবে না। গ্যাস তো এরকমইÑ যেখান থেকে চাপ পড়বে সেখানে ওই গ্যাস চলে যাবে।

তিনি বলেন, আমাদের এখানে বিদ্যুৎ সংকট থাকতে হবে, ভারত এখানে পাওয়ার স্টেশন বসাবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বসাতে হবে, কারণ ভারতকে ২০৩০ সালের মধ্যে কয়লাভিত্তিক স্টেশনগুলো বন্ধ করত হবে। ফলে ভারত এত কয়লা কোথায় নিবে? বাংলাদেশে! জ্বালানি ও বিদ্যুতের দাম যদি বেশি রাখা হয়, রেন্টাল বেশি পয়সা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়