শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেগানেসের মাঠে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগায় টানা তৃতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেগানেসকে হারিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে গতবারের চ্যাম্পিয়নরা।

বুধবার লিগ টেবিলের ত্রয়োদশ স্থানের দলটিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। জানুয়ারিতে এই লেগানেসের কাছে হেরেই কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল জিদানের দল।

চোটের কারণে আগে থেকেই দলের বাইরে দুই মিডফিল্ডার টনি ক্রুস, লুকা মদ্রিচ ও ডিফেন্ডার মার্সেলো। সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদো ও গোলরক্ষক কেইলর নাভাস বিশ্রামে। আরেক ফরোয়ার্ড গ্যারেথ বেলকেও বেঞ্চে রেখে একাদশ সাজান জিদান।

দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা রিয়াল ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল খেয়ে বসে। ছয় গজ বক্সের মধ্যে থেকে উনাই বুসতিনসার টোকা কাসিয়া রুখে দিলেও আলগা বল ভিতরে ঢুকতে যাচ্ছিল। গোলমুখে দাঁড়ানো ডিফেন্ডার রাফায়েল ভারানের দুর্বল শটে বল বুসতিনসার গায়ে লেগে জালে জড়ায়।

জবাব দিতে অবশ্য দেরি করেনি অতিথিরা। একাদশ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস ভাসকেস।

আর ২৯তম মিনিটে দারুণ ওয়ান-টাচ ফুটবলে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে শুরুটা করেন করিম বেনজেমা ও কাসেমিরো। শেষে ভাসকেসের পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলা ছিল দৃষ্টিকটু। ভুল পাস আর উচ্চাভিলাসী শটে তাদের আক্রমণগুলো ডি-বক্সের বাইরেই ভেস্তে যাচ্ছিল। এর মাঝে ৬৪তম মিনিটে ছয় গজ বক্সের মুখ থেকে ফরোয়ার্ড ক্লদিও বঁভিওর শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন কাসিয়া।

শুরু থেকে অনুজ্জ্বল ইসকো ৮২তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেন। বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ছয় মিনিট পর বেলের কোনাকুনি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে সফল স্পটকিকে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন সের্হিও রামোস। ডি-বক্সে কোভাসিচ ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় অতিথিরা।

২৪ ম্যাচে ১৪ জয় ও ছয় ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়