আসিফুজ্জামান পৃথিল: এ মাসের প্রথমার্ধে অতি সন্তর্পনে ভুটান সফর করলেন ভারত সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। এই কর্মকর্তাদের মধ্যে আছেন, দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত, পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোকলে।
ভারত সরকার সূত্রে এসব জানা গেছে। সাদা চোখে দোকলাম সমস্যার সমাধান হয়ে গেলেও, দোকলামে চীনের থেকে নিজেদের প্রভাব বেশী রাখতেই এই সফর বলে ধারণা করা হচ্ছে। এই সফরের কিছু আগেই ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দাবী করা হয় ভুটান নিয়ন্ত্রিত দোকলামের কয়েকটি স্থানে চীনা পিপলস লিবারেশন আর্মির সদস্যদের টহল দিতে দেখা গেছে। স্থানগুলো হলো লারিওং, সারথিয়াং, সিনছুলুমপা এবং পংখা-লা। এই এলাকায় চীনা বিমান ও হেলিকপ্টারের উপস্থিতিও দেখা গেছে।
এছাড়াও দোকলামের আশেপাশে পিএলও প্রায় ২৫টি মাঝারি সাইজের তাবু খাঁটিয়েছে। এমনটিই দাবী করেছে ভারতের গোয়েন্দা সূত্রগুলো। সিনচে লা রিজের দোকলা লা কাটিং পাস এলাকাতে চীনের পতাকাসহ একটি চীনা আউটপোস্ট দেখা যাচ্ছে বলে দাবী করা হয়েছে।
বিগত ৬ ও ৭ ফেব্রুয়ারি জেনারেল রাওয়াত সহ অন্য কর্মকতাদের সফরে সেদেশের সরকারের সাথে দোকলামে ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। -ইয়ন নিউজ