শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের ভুল ঢাকতে আবোল-তাবোল বকছে সৌদি ও ইসরায়েল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ওমর শাহ: ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির যে অভিযোগ সৌদি আরব ও ইসরায়েল এনেছে, তা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দুই মক্কেল রাষ্ট্র নিজেদের দুর্বর পছন্দ ও কৌশলগত ভুলগুলো ঢাকতে আবোল-তাবোল বকছে।

মিউনিক নিরাপত্তা সম্মেলনে হক রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেন। নেতানিয়াহু ইরানকে বিশ্বের জন্য হুমকি আখ্যা দেয়ার পর জুবায়ের ইরানের রাষ্ট্রব্যবস্থার মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান মধ্যপ্রাচ্যজুড়ে সা¤্রাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, সৌদি ও ইসরায়েলের সমালোচনা মধ্যপ্রাচ্যনীতি নিয়ে তাদের বদ্ধ ধারণা ছাড়া কিছু নয়। তিনি মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ অস্বীকার করেন।

আশির দশকের যুদ্ধে ইরাকি নেতা সাদ্দাম হোসেনকে যুক্তরাষ্ট্রের সমর্থন, ২০০৩ সালে সাদ্দামকে উৎখাতে যুক্তরাষ্ট্রের হামলা, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও ইয়ামেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলাকে দুর্বল পছন্দ বলে উল্লেখ করেন জারিফ।

জারিফ ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য চটকদারী কথাবার্তা আখ্যায়িত করে তা নাকচ করে দেন। নেতানিয়াহুর বক্তব্য সাড়া দেয়ার উপযুক্ত নয় বলে মনে করেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে নতুন নিরাপত্তা প্রস্তাবের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের অঞ্চলকে শক্তিশালী দেখতে চাই। কোনো আধিপত্য প্রতিষ্ঠা করতে চাই না। কারণ আধিপত্য কখনও স্থায়ী হয় না। সেটি হোক আঞ্চলিক কিংবা বৈশ্বিক। সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়