শিরোনাম
◈ ডিএনএ পরীক্ষায় সবার পরিচয় নিশ্চিত, নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মাইলস্টোন অধ্যক্ষ ◈ পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি ◈ বিশ্বে ২০২৩ সালে ১.১ ট্রিলিয়ন ডলারের প্লাস্টিক বাণিজ্য, ৭৫% পরিণত হয়েছে বর্জ্যে: আঙ্কটাড রিপোর্ট ◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত! ◈ পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই ◈ আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ◈ ইংল‌্যান্ডসহ ১৪‌টি দেশ ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধ ঢাকছে? ◈ শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ের পর ম‌হিলা কোপা আ‌মে‌রিকার শি‌রোপা জিত‌লো ব্রাজিল ◈ জাতীয় ক্রিকেট লি‌গে বরিশালের প্রধান কোচ মোহম্মদ আশরাফুল ◈ নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত, কুমিল্লায় চাঞ্চল্য

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিয়ারলেডি ছিলেন কিমের স্ত্রী রি সোল-জু!

রাশিদ রিয়াজ : সহজে জনসমক্ষে আসেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের স্ত্রী রি সোল-জু। এক সময় চিয়ারলেডি ছিলেন। ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উত্তর কোরিয়া থেকে যে ৯০ জন চিয়ারলেডি যান তাদের অন্যতম ছিলেন রি। উনের সঙ্গে বিয়ের পর সেই সময়ের সব ছবি বিনষ্ট করে ফেলা হয়েছে। এমন তথ্য দিয়ে রুশ মিডিয়া স্পুটনিক ইন্টারন্যাশনাল বলছে এই ফার্স্ট লেডি কিছুদিন আগে এক বিশাল সামরিক কুচকাওয়াজে রি সোল-জুকে দেখা যায় স্বামী কিমের সঙ্গে। উত্তর কোরিয়ার নাগরিকরা খুব কমই জানেন তার সম্পর্কে। সরকারিভাবে তার ব্যক্তিগত জীবন গোপন করেই রাখা হয়।

তবে দক্ষিণ কোরিয়ার মিডিয়ার দাবি রি সোল-জু তার আসল নাম নয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, ২০১২ সালে তাকে সরকারিভাবে ফার্স্ট লেডি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ২০০৯ সালে কিমের সঙ্গে রি’এর বিয়ে হয়। পরের বছর একটি কনসার্টে তাদের দেখা যায়।

এর আগে রি সোল-জুকে উনহাসু অর্কেস্টায় সঙ্গীত শিল্পী হিসেবে গান পরিবেশন করতে দেখা গেছে। রি’এর জন্ম ১৯৮৫ থেকে ১৯৮৯ সালের মধ্যে। তার বাবা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও মা প্রখ্যাত চিকিৎসক। স্বামীর মত রি কিম দ্বিতীয় সুং বিশ্ববিদ্যালয় থেকে পঢ়াশুনা করেন। এমনকি চীনেও লেখাপড়া করেছেন রি। বেশ ফ্যাশন ভক্ত রি। বিলাসবহুল ব্রান্ডের পণ্য ব্যবহার করেন রি। দামি হাতব্যাগ থেকে শুরু করে তার চুলের স্টাইল উত্তর কোরিয়ার নাগরিকদের কাছে ভীষণ পছন্দ।

কিম দম্পতির ৩ সন্তান। দুই মেয়ে ও এক ছেলে। মেয়ে দুটি কিমের আগের বন্ধু ডেনিস রডম্যানের। সাবেক ওই এনবিএ খেলোয়াড় উত্তর কোরিয়ায় বেশ কয়েকবার সফরে আসেন। ২০১৩ সালে তার দ্বিতীয় মেয়েটির জন্ম হয় এবং বাবা হিসেবে কিমের বেশ প্রশংসা করেন ডেনিস। গত বছর কিমের তৃতীয় সন্তানের জন্ম হয়। রি’এর গর্ভে এ সন্তান আসার পর গত আগস্টে শিশুটি ভূমিষ্ট হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়