শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারের বিল চাওয়ায় লাখ টাকা জরিমানা আদায়

ডেস্ক রিপোর্ট  :কক্সবাজার হোটেল দি কক্স টুডে থেকে ৩৫ হাজার টাকার খাবার নিয়ে এক মাস ধরে বিল পরিশোধ করেননি পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়। খাবারের পাওনা টাকা চাওয়ার কারণে হুমকি দিয়ে আসছিলেন এক মাস ধরে। সর্বশেষ ৩০ জানুয়ারি দুপুরে উদ্দেশ্যমূলকভাবে ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টায় ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যমূলক অভিযান, জরিমানা আদায়, পরিচালক অপারেশনকে গাড়িতে তুলে নাজেহাল ও অশ্লীল আচরণের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন হোটেল কর্তৃপক্ষ। সেখানে লিখিত বক্তব্যে এসব অভিযোগের কথা তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, ৩১ ডিসেম্বর পর্যটন এলাকার লাবনী পয়েন্টে প্রশাসনের একটি অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ৩৫ হাজার টাকার খাবার নিয়ে যান। এই খাবারের একটি টাকাও তিনি পরিশোধ করেননি। ৭ জানুয়ারি রেস্টুরেন্ট ম্যানেজার মো. ইকবাল হোসাইন খাবারের পাওনা টাকা চাইতে গেলে তাকে হোটেলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলে হুমকি দেন। পাশাপাশি তদের দেখে নেয়ার হুমকিও দেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, জেলা প্রশাসক কক্সবাজারের বাইরে থাকার কারণে অভিযানের অনুমতি নেয়া হয়নি। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়েছে। এক লাখ টাকা জরিমানার ব্যাপারে ম্যাজিস্ট্রেট বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা ও নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এ জরিমানা করা হয়েছে। হোটেল মালিকের খাবারের পাওনা টাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট সাইফুল বলেন, এডিসি রাজস্ব দেশের বাইরে থাকার কারণে বিল পরিশোধ করা হয়নি। দ্রুত বিল পরিশোধ করা হবে।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, দি কক্স টুডে’তে অভিযানের বিষয়টি আমার জানা ছিল না। তবে এখানে কোনো রহস্য জড়িত থাকলে তা খতিয়ে দেখা হবে। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়