শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ১০:৪৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত,আফগানিস্তান,পাকিস্তান ও বাংলাদেশে ভূমিকম্প

মুফতি আবদুল্লাহ তামিম: ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে ভূমিকম্প আঘাত হেনেছে বুধবার। আফগানিস্তানের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ ও ভারতের দিল্লি এবং প্রতিবেশি হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। জম্মু ও কাশ্মিরে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, হিন্দু কুস অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের সময় দিল্লি এবং আশেপাশের এলাকা থেকে আতঙ্কিত লোকজন ভয়ে বাড়ি-ঘর, দোকান এবং অফিস থেকে বেরিয়ে আসেন। তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে ছাদ ধসে পড়ায় বেলুচিস্তান প্রদেশে এক নবজাতক নিহত এবং তার পরিবারের আরও নয় সদস্য আহত হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আফগানিস্তানের জার্ম এলাকার কাছে। ওই এলাকায় ২০১৫ সালের অক্টোবরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভূমিধস ও ভবন ধসে পড়ে। এতে ৩৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলো।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের রুহুল কুদ্দুস জানান, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিট ১৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজশাহী ও সিরাজগঞ্জের মাঝামাঝি নাটোরের গুরুদাসপুরে। তবে কোনো হতাহতের ঘটে নি। অল ইন্ডিয়া, ডন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়