শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনোই দেশের উন্নতি করতে পারে না : প্রধানমন্ত্রী

জুয়াইরিয়া ফৌজিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনোই দেশের উন্নতি করতে পারে না। কারণ তারা ক্ষমতা ধরে রাখতেই ব্যস্ত থাকে।

বুধবার সকালে কাকরাইলে আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউটের সম্প্ররিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যদি আর তিনটা বছর সময় পেতেন তাহলে বাংলাদেশ সে সময়েই দৃষ্টান্ত হতো। হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি যারা করে তারা দেশের কল্যাণে কাজ করতে পারে না। অবৈধভাবে যারা ক্ষমতায় আসে তারা নিজ পদকে সুরক্ষায় ব্যস্ত থাকে।

শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিক দু’মেয়াদে দেশে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। দুর্নীতি দমন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করতে পারে। সরকারের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অডিট অ্যান্ড একাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করতে অডিট বিভাগকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। কারণ আমাদের জনসংখ্যার পাশাপাশি কর্মপরিধিও বৃদ্ধি পেয়েছে। আর খুব শিঘ্রই অডিট মনিটরিং এবং ম্যানেজমেন্ট সিস্টেম শুরু হচ্ছে। সেইসাথে আমি বলবো আপনারা যদি ডিজিটাল পদ্ধতি গ্রহণ করেন সাথে সাথে নিরাপত্তার দিকটাও লক্ষ্য রাখবেন।

সূত্র: যমুনা টিভি, চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়