শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনোই দেশের উন্নতি করতে পারে না : প্রধানমন্ত্রী

জুয়াইরিয়া ফৌজিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনোই দেশের উন্নতি করতে পারে না। কারণ তারা ক্ষমতা ধরে রাখতেই ব্যস্ত থাকে।

বুধবার সকালে কাকরাইলে আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউটের সম্প্ররিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যদি আর তিনটা বছর সময় পেতেন তাহলে বাংলাদেশ সে সময়েই দৃষ্টান্ত হতো। হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি যারা করে তারা দেশের কল্যাণে কাজ করতে পারে না। অবৈধভাবে যারা ক্ষমতায় আসে তারা নিজ পদকে সুরক্ষায় ব্যস্ত থাকে।

শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিক দু’মেয়াদে দেশে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। দুর্নীতি দমন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করতে পারে। সরকারের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অডিট অ্যান্ড একাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করতে অডিট বিভাগকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। কারণ আমাদের জনসংখ্যার পাশাপাশি কর্মপরিধিও বৃদ্ধি পেয়েছে। আর খুব শিঘ্রই অডিট মনিটরিং এবং ম্যানেজমেন্ট সিস্টেম শুরু হচ্ছে। সেইসাথে আমি বলবো আপনারা যদি ডিজিটাল পদ্ধতি গ্রহণ করেন সাথে সাথে নিরাপত্তার দিকটাও লক্ষ্য রাখবেন।

সূত্র: যমুনা টিভি, চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়