মরিয়ম চম্পা : ৬০০ কোটি ডলার মুক্তিপণ দিয়েও বন্দি জীবন কাটাচ্ছেন সৌদি আরবের শীর্ষ ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। তবে নিজস্ব অবস্থান থেকে তাকে ভিডিও আপলোড করার অনুমতি দেওয়া হয়েছে।
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষদিক থেকে রিয়াদের জমকালো রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল সকালে সরকারি এক কর্মকর্তা রয়টার্সকে জানান, তদন্ত শেষে সন্দেহভাজন প্রিন্স, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়েছে।
গত বছরের নভেম্বরের শুরুতে সৌদি আরবের প্রশাসন দূর্নীতিবিরোধী সর্বাত্মক অভিযান শুরু করার পর কয়েক ডজন প্রিন্স, সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ধনী ব্যবসায়ীকে রাজধানী রিয়াদের বিখ্যাত রিটজ-কার্লটন হোটেলে বন্দি করে রাখে। রাজকীয় ‘বন্দিশালায়’ পরিণত হওয়ায় নভেম্বর থেকেই রিটজ কার্লটনের স্বাভাবিক কর্মকন্ড বন্ধ ছিল। রয়টার্সের এক প্রতিদেবনে বলা হয়, সবকিছু আগের মতোই স্বাভাবিক আছে। পুরো ঘটনাটি একটি ভুলবোঝাবুঝি থেকে তৈরি হয়েছে।
এদিকে, রিয়াদের রাজপ্রাসাদের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, আলওয়ালিদ প্রকৃতপক্ষে মুক্তি পায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং তাকে কোন প্রকার ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। তিনি কার্যত গৃহবন্দী। ডেইলি মেইল, আরব নিউজ