শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:১৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দলের সমাবেশ প্রচার করায় কেনিয়ায় টিভি চ্যানেল বন্ধ

লিহান লিমা: কেনিয়ায় বিরোধী দলের সমাবেশ প্রচার করায় বেসরকারী টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে দেশটির সরকারী কর্তৃপক্ষ। এর আগে, দেশটির বিরোধী দলের নেতা রাহিলা ওদিঙ্গার সমাবেশের ডাকে শত শত কর্মীও সমর্থক নাইরোবির কেন্দ্রস্থলের একটি পার্কে জড়ো হয়।

মঙ্গলবারে ওদিঙ্গার ডাকা সমাবেশ প্রচার না করার জন্য আগেই দেশটির গণমাধ্যমগুলোকে সতর্ক করে দেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। দেশটির অ্যার্টনি জেনারেল বলেন, এই ধরণের সভা সমাবেশ প্রচার করলে দেশদ্রোহীতার অভিযোগ আনা হবে। যদিও মূল ধারার গণমাধ্যমগুলো এই সমাবেশ তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রচার করে।

২০১৭ সালের আগষ্টের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সাধারণ নির্বাচন বয়কট করেন ওদিঙ্গা। এরপর অক্টোবরের পুনঃনির্বাচনেও প্রথম দফার মতই দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জয়লাভ করেন। যদিও ওদিঙ্গা নির্বাচন কমিশনের দুর্নীতির অভিযোগ এনে দ্বিতীয় দফার নির্বাচন বয়কট করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনটিভি, কেটিএন এবং সিটিজেন টিভির এয়ার বন্ধ করে দেয়া হয়। সিটিজেন টিভি জানায়, সমাবেশ কাভার করার প্রস্তুতি নিতে না নিতেই তাদের এয়ার বন্ধ করতে বাধ্য করা হয়। কেটিএন এর দর্শকরা দেখেন, উপস্থাপক থমথমে গলায় বলছেন, সরকার সিটিজেন টিভি ও এনটিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই কেটিএন এর স্কিনও কালো হয়ে আসে। যদিও প্রতিটি চ্যানেল অনলাইন, ইউটিউব এবং সামাজিক মাধ্যমে লাইভ কাভারেজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়