শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:১৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দলের সমাবেশ প্রচার করায় কেনিয়ায় টিভি চ্যানেল বন্ধ

লিহান লিমা: কেনিয়ায় বিরোধী দলের সমাবেশ প্রচার করায় বেসরকারী টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে দেশটির সরকারী কর্তৃপক্ষ। এর আগে, দেশটির বিরোধী দলের নেতা রাহিলা ওদিঙ্গার সমাবেশের ডাকে শত শত কর্মীও সমর্থক নাইরোবির কেন্দ্রস্থলের একটি পার্কে জড়ো হয়।

মঙ্গলবারে ওদিঙ্গার ডাকা সমাবেশ প্রচার না করার জন্য আগেই দেশটির গণমাধ্যমগুলোকে সতর্ক করে দেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। দেশটির অ্যার্টনি জেনারেল বলেন, এই ধরণের সভা সমাবেশ প্রচার করলে দেশদ্রোহীতার অভিযোগ আনা হবে। যদিও মূল ধারার গণমাধ্যমগুলো এই সমাবেশ তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রচার করে।

২০১৭ সালের আগষ্টের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সাধারণ নির্বাচন বয়কট করেন ওদিঙ্গা। এরপর অক্টোবরের পুনঃনির্বাচনেও প্রথম দফার মতই দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জয়লাভ করেন। যদিও ওদিঙ্গা নির্বাচন কমিশনের দুর্নীতির অভিযোগ এনে দ্বিতীয় দফার নির্বাচন বয়কট করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনটিভি, কেটিএন এবং সিটিজেন টিভির এয়ার বন্ধ করে দেয়া হয়। সিটিজেন টিভি জানায়, সমাবেশ কাভার করার প্রস্তুতি নিতে না নিতেই তাদের এয়ার বন্ধ করতে বাধ্য করা হয়। কেটিএন এর দর্শকরা দেখেন, উপস্থাপক থমথমে গলায় বলছেন, সরকার সিটিজেন টিভি ও এনটিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই কেটিএন এর স্কিনও কালো হয়ে আসে। যদিও প্রতিটি চ্যানেল অনলাইন, ইউটিউব এবং সামাজিক মাধ্যমে লাইভ কাভারেজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়