শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:০৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থেরেসা মে’র পদত্যাগ চায় কনজারভেটিভ পার্টির ডোনাররা

কামরুল আহসান : দলের জন্য তহবিল তুলতে গিয়ে তোপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট ইস্যূতে প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনার অভাবের কারণেই তার প্রতি এমন ক্ষুদ্ধ টোরি দলের ডোনাররা। এক ডজনেরও বেশি ব্যবসায়ী জানিয়েছেন তারা চাঁদা দিবেন না, এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চান।

গত বৃহস্পতিবার তহবিল তোলার এক ডিনার পার্টিতে ব্যবসায়ীরা এসব দাবি তুলেন বলে উপস্থিত এক ব্যবসায়ী জানিয়েছেন। দ্য টাইমসে প্রকাশিত উক্ত ব্যবসায়ীর বক্তব্য থেকে জানা যায়, সেদিন সেখানে পুরনো সব দাতারা উপস্থিত ছিলেন। সবচেয়ে অনুগত মধ্যসারির দাতারা অনুদান দিতে একেবারেই অনিচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কা-কারখানা দেখে তারা হতাশ হয়েছেন। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তখন কনজারভেটিভ দলের একজন কোষাধ্যক্ষ ডমিনিক জনসন উঠে দাঁড়িয়ে বলেন, আমি থেরেসা মে’কে ভালোবাসি। তিনি যা করার করেছেন। কারা তার অপসারণ চান? তখন এক তৃতীয়াংশ অতিথি চিৎকার করে বলন, আমরা, আমরা চাই। কিন্তু সংস্কৃতিমন্ত্রী ম্যাট হ্যানকক সবাইকে শান্ত হতে আহবান করে বলেন, আমাদের সবার এখন তার পেছনে দাঁড়ানো উচিত।

উক্ত ব্যবসায়ীটি জানান, ইউরোপিয়ান রিসার্স গ্রুপের একটি সূত্র জানায়, ব্রেক্সিট সংকটে প্রধানমন্ত্রীর স্বপদে বহাল থাকার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়