শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:০৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থেরেসা মে’র পদত্যাগ চায় কনজারভেটিভ পার্টির ডোনাররা

কামরুল আহসান : দলের জন্য তহবিল তুলতে গিয়ে তোপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট ইস্যূতে প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনার অভাবের কারণেই তার প্রতি এমন ক্ষুদ্ধ টোরি দলের ডোনাররা। এক ডজনেরও বেশি ব্যবসায়ী জানিয়েছেন তারা চাঁদা দিবেন না, এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চান।

গত বৃহস্পতিবার তহবিল তোলার এক ডিনার পার্টিতে ব্যবসায়ীরা এসব দাবি তুলেন বলে উপস্থিত এক ব্যবসায়ী জানিয়েছেন। দ্য টাইমসে প্রকাশিত উক্ত ব্যবসায়ীর বক্তব্য থেকে জানা যায়, সেদিন সেখানে পুরনো সব দাতারা উপস্থিত ছিলেন। সবচেয়ে অনুগত মধ্যসারির দাতারা অনুদান দিতে একেবারেই অনিচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কা-কারখানা দেখে তারা হতাশ হয়েছেন। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তখন কনজারভেটিভ দলের একজন কোষাধ্যক্ষ ডমিনিক জনসন উঠে দাঁড়িয়ে বলেন, আমি থেরেসা মে’কে ভালোবাসি। তিনি যা করার করেছেন। কারা তার অপসারণ চান? তখন এক তৃতীয়াংশ অতিথি চিৎকার করে বলন, আমরা, আমরা চাই। কিন্তু সংস্কৃতিমন্ত্রী ম্যাট হ্যানকক সবাইকে শান্ত হতে আহবান করে বলেন, আমাদের সবার এখন তার পেছনে দাঁড়ানো উচিত।

উক্ত ব্যবসায়ীটি জানান, ইউরোপিয়ান রিসার্স গ্রুপের একটি সূত্র জানায়, ব্রেক্সিট সংকটে প্রধানমন্ত্রীর স্বপদে বহাল থাকার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়