লিহান লিমা: ব্রেক্সিট ইস্যুতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কাছে পরামর্শ চাইতে দিয়ে উল্টো হাসির খোরাক হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে থেরেসা সঙ্গে বৈঠকের চুম্বক অংশ সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় বলে হাসিতে ফেটে পড়েন অ্যাঙ্গেলা।
ডেইলি মেইলের খবরে বলা হয়, ব্রেক্সিটের পর ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মের্কেল-মে’র মধ্যে আলোচনা হচ্ছিল। মের্কেল আলোচনার এক পর্যায়ে থেরেসা কে জিজ্ঞাসা করেন, ‘ব্রেক্সিট বাণিজ্য চুক্তি থেকে আপনি কি চান।’ উত্তরে থেরেসা বলেন, ‘আমাকে প্রস্তাব দিন।’ অ্যাঙ্গেলা থেরেসার সঙ্গে ওই আলোচনার কথা বলতে গিয়ে হাসিতে ফেটে পড়েন। তিনি বলেন, আমি তখন থেরেসাকে বলেছিলাম, ‘আপনি ইইউ থেকে বের হয়ে যাচ্ছেন, তাই আমি আপনাকে কোন প্রস্তাব দিতে পারি না।’
মের্কেল আরো বলেন, বিষয়টি এমন যে, দুই পক্ষই একটি ফাঁদ থেকে উদ্ধারের জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এমন সময় এক পক্ষ জিজ্ঞাসা করল, আপনি কি করতে চান। আরেক পক্ষ বলল, আমাকে বলে দিন। মের্কেল বলেন, ‘ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেন আসলে কি আশা করে তা সে নিজেই জানে না।’
ইউরোপিয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রন্স ট্রিমারনাস বলেন, ‘আমরা ব্রিটেন থেকে বের হয়ে যাচ্ছি না, ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাচ্ছে। তাই তাদেরই বলতে হবে তারা কি চায়। বলুন, আপনারা কি চানা। এটিই সবচেয়ে কার্যকর হবে।’
প্রসঙ্গত, ইতোমধ্যে দেশের অভ্যন্তরে ও বাহিরে ভবিষ্যত পরিকল্পনা স্পষ্ট করা নিয়ে চাপে আছে ব্রিটেন। কট্টর ইইউ বিরোধী টোরি দলের নেতারা দাবি করছেন, ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু সেটি শুধুমাত্র কাগজে-কলমে বা নামমাত্র। থেরেসার ক্যাবিনেটের মন্ত্রীরাও ব্রেক্সিট ইস্যুতে থেরেসার কাছে স্পষ্ট জবাব চাইছেন। ডেইলি মেইল,সান।