শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ এসবের সঠিক জবাব দিবে

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল : ৮ তারিখের রায় নিয়ে আমাদের প্রত্যাশা হল, বেগম খালেদা জিয়া সম্মানের সাথে বেকসুর খালাস পাবে। আদালত যদি যথাযথ আইনের প্রক্রিয়া অবলম্বন করে, তাহলে নিশ্চিত বেগম জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। আর যদি রায় নিয়ে বিচারকদের উপর চাপ সৃষ্টি করা হয়, তাহলে অন্য কিছু হতে পারে। যদি অনাকাঙ্খিত কিছু হয়, তাহলে আমাদের প্রত্যাশা দেশের জনগণও তাদের নেত্রীকে ভালোবেসে তার পক্ষে কথা বলবে। এই দেশে বিএনপি একটি শক্তিশালী দল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপির পক্ষে আছে। একটি বিষয় হচ্ছে, মানুষের মানবিক সহানুভুতি সবসময় যারা অত্যাচারিত তাদের পক্ষে থাকে। আত্যাচারির পক্ষে কেউ থাকে না। সেই বিবেচনায় গত দশ বছরে যেভাবে বিএনপিকে দমন, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, সাধারণ মানুষকে যেভাবে দ্রব্যমূল্যের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের যেভাবে যানজটে আটকিয়ে রেখে কষ্ট দিচ্ছে, গুম, খুন, অপহরণ নিয়ে সারা বিশ্বের সংগঠনগুলো যেভাবে তোলপাড় হচ্ছে, আমার মনে হয় জনগণ এর সঠিক জবাব দিবে। এখন একটি বিতর্কিত মামলা দিয়ে বেগম খালেদা জিয়া ও বিএনপিকে সরকারের পথের কাটা মনে করে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সেসব অপকর্ম এদেশের মানুষের বিবেককে নাড়া দিবে বলে আমি মনে করি। এখন যদি কোনো ধরনের নেতিবাচক রায় দেওয়া হয়, দেশ যদি সংঘাতের দিকে যায়, এটির দায় দায়িত্ব সরকারের। কারণ, আপনি আমাকে পেটাতে পেটাতে বারান্দায় নিবেন, আবার বারন্দা থেকে রাস্তায় নিবেন, তখন আমার ঘরে ঢুকতে হলে আপনার সাথে একটু সংঘর্ষ হবেই। সকল রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দেশের মানুষের উপর অত্যাচার করছেন। সরকার কোনো অন্যায় করলে, এর তার সমালোচনাও করা যায় না। তাই দেশের জনগণ নিপীড়নের বিরুদ্ধে কথা বলবে বলে আমি আশা করি।
পরিচিতি : যুগ্ম মহাসচিব, বিএনপি
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়