শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩৩ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলপোস্ট কাঁপানোতেও সেরা মেসি!

স্পোর্টস ডেস্ক: গোল করায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মুনশিয়ানা নিয়ে কোনো প্রশ্ন চলে না। যদিও রোনালদো লা লিগায় নিজেকে এখনো সেভাবে মেলে ধরতে পারছেন না। ১৬ ম্যাচে মাত্র ৮ গোল। ওদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ২০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা।

লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ মৌসুমে নূন্যতম ২০টি করে গোল করলেন বার্সা তারকা। শুধুই তা-ই নয়, লিগে রোনালদো আরেকটি জায়গায় মেসির চেয়ে পিছিয়ে। ফ্রি কিক থেকে গোল করায়।

আলাভেসের বিপক্ষে ৮৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। ২০০৪ সালে লা লিগায় অভিষেকের পর ফ্রি কিক থেকে এ নিয়ে ২১ গোল করলেন বার্সা তারকা। গত ১৪ বছরে ফ্রি কিক থেকে মেসির গোলসংখ্যাই সর্বোচ্চ। এ পথে তিনি টপকে গেলেন রোনালদোকে। ২০০৯ সালে লা লিগায় অভিষেকের পর ফ্রি কিক থেকে এ পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

আলাভেসের জালে গোলের আগে আরও একটি ফ্রি কিক নিয়েছিলেন মেসি। গোলপোস্টে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এবার লিগে মেসি এ নিয়ে ১৩ বার প্রতিপক্ষের গোলপোস্ট কাঁপালেন! গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে তাঁর গোলসংখ্যা আরও বাড়ত। রোনালদো অবশ্য এ ক্ষেত্রে তাঁর চেয়ে সৌভাগ্যবান। লিগে এ পর্যন্ত ছয়বার গোলপোস্টে বল মেরেছেন রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমআলো অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়