শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩৩ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলপোস্ট কাঁপানোতেও সেরা মেসি!

স্পোর্টস ডেস্ক: গোল করায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মুনশিয়ানা নিয়ে কোনো প্রশ্ন চলে না। যদিও রোনালদো লা লিগায় নিজেকে এখনো সেভাবে মেলে ধরতে পারছেন না। ১৬ ম্যাচে মাত্র ৮ গোল। ওদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ২০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা।

লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ মৌসুমে নূন্যতম ২০টি করে গোল করলেন বার্সা তারকা। শুধুই তা-ই নয়, লিগে রোনালদো আরেকটি জায়গায় মেসির চেয়ে পিছিয়ে। ফ্রি কিক থেকে গোল করায়।

আলাভেসের বিপক্ষে ৮৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। ২০০৪ সালে লা লিগায় অভিষেকের পর ফ্রি কিক থেকে এ নিয়ে ২১ গোল করলেন বার্সা তারকা। গত ১৪ বছরে ফ্রি কিক থেকে মেসির গোলসংখ্যাই সর্বোচ্চ। এ পথে তিনি টপকে গেলেন রোনালদোকে। ২০০৯ সালে লা লিগায় অভিষেকের পর ফ্রি কিক থেকে এ পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

আলাভেসের জালে গোলের আগে আরও একটি ফ্রি কিক নিয়েছিলেন মেসি। গোলপোস্টে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এবার লিগে মেসি এ নিয়ে ১৩ বার প্রতিপক্ষের গোলপোস্ট কাঁপালেন! গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে তাঁর গোলসংখ্যা আরও বাড়ত। রোনালদো অবশ্য এ ক্ষেত্রে তাঁর চেয়ে সৌভাগ্যবান। লিগে এ পর্যন্ত ছয়বার গোলপোস্টে বল মেরেছেন রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমআলো অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়