শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইক্রোপ্লাস্টিক মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর

ফারমিনা তাসলিম: পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর একটি উপাদান প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক। পরিবেশবাদীরা বলছে মাইক্রোপ্লাস্টিকের পণ্য ব্যবহারে জনসচেতনতা এবং সরকারি উদ্যোগে পরিহার করা সম্ভব।

টুথপেস্ট, ক্রিম থেকে শুরু করে নিত্য অনেক পণ্যেই ব্যবহার হয় এটি। পানির সাথে মিশে খাদ্যচক্রের মাধ্যমে ঢুকে মানবদেহে। হরমোনের তারতম্য, প্রজনন প্রক্রিয়ায় বাধা দেয়া ছাড়াও মারাত্মক ক্ষতি করে মাইক্রোপ্লাস্টিক। তাই ক্ষতিকর এই উপাদান নিষিদ্ধের দাবি তুলেছেন পরিবেশবাদীরা।

টুথপেস্ট, ক্রিম, লিপস্টিক কিংবা ফেসিয়াল স্ক্রাব এসব পণ্য প্রতিদিনই ব্যবহার হয়। তবে বেশির ভাগ মানুষই জানেন না, এসব পণ্য ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য আর পরিবেশ বিপর্যয় ঘটছে প্রতিনিয়ত।

গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই ফেসওয়াশ, স্ক্রাব কিংবা টুথপেস্টেই থাকে, প্লাস্টিক থেকে তৈরি ক্ষুদ্র কণা। যা ব্যবহারের পর পানির সাথে মিশে ভেসে যায় খাল, নদী কিংবা সমুদ্রে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে খাদ্যচক্রের মাধ্যমে তা ঢুকে পড়ে মানবদেহে।

ইতালির পরিবেশকর্মী কারম্যান ডি পেনতা জানান, কসমেটিকসে ব্যবহৃত প্ল্যাস্টিক কনাগুলো এতোই ক্ষুদ্র যে খালিচোখে কেউই বুঝবে না এগুলো আসলে প্ল্যাস্টিক। রোজ ব্যবহারের মধ্য দিয়ে পানিতে মিশে যাচ্ছে এগুলো। খাবার ভেবে মাছেরা এগুলো খাচ্ছে। আর এসব মাছ খেয়ে মানবদেহেও ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক।

বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এ মাইক্রো প্লাস্টিক।

ইতালির জীববিজ্ঞানী জিয়ানডোমিনিকো আরদিজোন বলেন, ক্ষুদ্র প্লাস্টিক কনা পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকারক। এ কারণে মানুষের শরীরে হরমোনের কার্যক্রম ব্যাহত হয়। অনেক সময় প্রজনন প্রক্রিয়াকেও বাধাগ্রস্থ করে ক্ষুদ্র প্লাস্টিক কণা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কিছু দেশে এরই মধ্য নিষিদ্ধ করা হয়েছে, ক্ষুদ্র প্লাটিক কনাবিশিষ্ট পণ্য।

ইতালির জাতীয় কসমেটিকস অ্যাসোসিয়েশনের মহাপরিচালক লুকা নাভা জানান, মারাত্মক ক্ষতিকর এ পণ্যের ব্যবহার রোধে সবধরনের চেষ্টা করে যাচ্ছি। বেশিরভাগ কোম্পানিই আমাদের নির্দেশ মানছে না। প্রায় ৮০ ভাগ সুপারস্টোরে এখনো ক্ষুদ্র প্ল্যাস্টিক কনাযুক্ত পণ্য দেখা যায়। ২০২০ নাগাদ এর ব্যবহার শূণ্যের কোটায় নিয়ে আসতে চাই আমরা।

পরিবেশবাদীরা বলছেন, জনসচেতনতা আর সরকারি উদ্যোগই পারে মারাত্মক ক্ষতিগ্রস্থ প্লাস্টিক কণাযুক্ত পণ্যের ব্যবহার পুরোপুরি রোধ করতে।

সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়