শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইক্রোপ্লাস্টিক মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর

ফারমিনা তাসলিম: পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর একটি উপাদান প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক। পরিবেশবাদীরা বলছে মাইক্রোপ্লাস্টিকের পণ্য ব্যবহারে জনসচেতনতা এবং সরকারি উদ্যোগে পরিহার করা সম্ভব।

টুথপেস্ট, ক্রিম থেকে শুরু করে নিত্য অনেক পণ্যেই ব্যবহার হয় এটি। পানির সাথে মিশে খাদ্যচক্রের মাধ্যমে ঢুকে মানবদেহে। হরমোনের তারতম্য, প্রজনন প্রক্রিয়ায় বাধা দেয়া ছাড়াও মারাত্মক ক্ষতি করে মাইক্রোপ্লাস্টিক। তাই ক্ষতিকর এই উপাদান নিষিদ্ধের দাবি তুলেছেন পরিবেশবাদীরা।

টুথপেস্ট, ক্রিম, লিপস্টিক কিংবা ফেসিয়াল স্ক্রাব এসব পণ্য প্রতিদিনই ব্যবহার হয়। তবে বেশির ভাগ মানুষই জানেন না, এসব পণ্য ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য আর পরিবেশ বিপর্যয় ঘটছে প্রতিনিয়ত।

গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই ফেসওয়াশ, স্ক্রাব কিংবা টুথপেস্টেই থাকে, প্লাস্টিক থেকে তৈরি ক্ষুদ্র কণা। যা ব্যবহারের পর পানির সাথে মিশে ভেসে যায় খাল, নদী কিংবা সমুদ্রে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে খাদ্যচক্রের মাধ্যমে তা ঢুকে পড়ে মানবদেহে।

ইতালির পরিবেশকর্মী কারম্যান ডি পেনতা জানান, কসমেটিকসে ব্যবহৃত প্ল্যাস্টিক কনাগুলো এতোই ক্ষুদ্র যে খালিচোখে কেউই বুঝবে না এগুলো আসলে প্ল্যাস্টিক। রোজ ব্যবহারের মধ্য দিয়ে পানিতে মিশে যাচ্ছে এগুলো। খাবার ভেবে মাছেরা এগুলো খাচ্ছে। আর এসব মাছ খেয়ে মানবদেহেও ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক।

বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এ মাইক্রো প্লাস্টিক।

ইতালির জীববিজ্ঞানী জিয়ানডোমিনিকো আরদিজোন বলেন, ক্ষুদ্র প্লাস্টিক কনা পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকারক। এ কারণে মানুষের শরীরে হরমোনের কার্যক্রম ব্যাহত হয়। অনেক সময় প্রজনন প্রক্রিয়াকেও বাধাগ্রস্থ করে ক্ষুদ্র প্লাস্টিক কণা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কিছু দেশে এরই মধ্য নিষিদ্ধ করা হয়েছে, ক্ষুদ্র প্লাটিক কনাবিশিষ্ট পণ্য।

ইতালির জাতীয় কসমেটিকস অ্যাসোসিয়েশনের মহাপরিচালক লুকা নাভা জানান, মারাত্মক ক্ষতিকর এ পণ্যের ব্যবহার রোধে সবধরনের চেষ্টা করে যাচ্ছি। বেশিরভাগ কোম্পানিই আমাদের নির্দেশ মানছে না। প্রায় ৮০ ভাগ সুপারস্টোরে এখনো ক্ষুদ্র প্ল্যাস্টিক কনাযুক্ত পণ্য দেখা যায়। ২০২০ নাগাদ এর ব্যবহার শূণ্যের কোটায় নিয়ে আসতে চাই আমরা।

পরিবেশবাদীরা বলছেন, জনসচেতনতা আর সরকারি উদ্যোগই পারে মারাত্মক ক্ষতিগ্রস্থ প্লাস্টিক কণাযুক্ত পণ্যের ব্যবহার পুরোপুরি রোধ করতে।

সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়