স্বপন কুমার দেব: মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের ১০ দিন পর স্কুল ছাত্র আব্দুলাহ হাসান (১৩) এর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মুহাম্মদনগর বাজার সংলগ্ন একটি টিলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৮জানুয়ারি) নিজ এলাকা থেকে সে নিখোঁজ হয়।
আব্দুলাহ হাসান বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। হাসান সিলেট দক্ষিন সুরমা মনির আহমদ একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে স্থায়ী লোকজন বনের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বড়লখা থানা পুলিশ হাসানের গলাকাটা গলিত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান গলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।